November 6, 2025
ঢাকা : ড. আনিসুজ্জামান ও প্রথম আলো সম্পাদক মতিউর রহমান মঙ্গলবার দুপুর দেড়টার দিকে গাড়িতে করে বাংলা একাডেমীতে যাওয়ার পথে হোটেল সোনারগাঁও মোড়ে জামায়াতের তাণ্ডবের মাঝে পড়েন। এ সময় গাড়ির গ্লাস ইট বা রাবার বুলেটের আঘাতে ভেঙে যায়। এর ফলে মতিউর রহমান হাতে আঘাত পান। সামান্য কেটে গেলেও তিনি পুরোপুরি সুস্থ আছেন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আনিসুজ্জামানও সুস্থ রয়েছেন।
একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া বক্তব্যে প্রথম আলোর উপ-সম্পাদক আনিসুল হক এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।