পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

পুলিশ লালবাগ ঘিরে রেখেছে, আল্লামা শফীকে গ্রেপ্তারের আশংকা

Posted on May 6, 2013 | in জাতীয় | by

Allama Shafi.jpঢাকা: ঢাকার লালবাগ এলাকা ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সেখানে হেফাজতে ইসলামের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান করছেন দলের আমির আল্লামা শাহ আহমদ শফী।

আল্লামা শাহ শফীকে গ্রেপ্তার করার জন্য কার্যালয় ঘিরে রাখা হয়েছে বলে সংগঠনটির নেতারা আশঙ্কা ব্যক্ত করেছেন।রবিবার মধ্যরাতে মতিঝিলের শাপলা চত্বরে অভিযানের সময়ই লালবাগ মাদ্রাসার আশপাশে অবস্থান নেয় আইনশৃঙ্খলা বাহিনী। সময় গড়ানোর সঙ্গে সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা বাড়ানো হয়।
আল্লামা শফীকে গ্রেপ্তার করা হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ ছাত্র খেলাফতের সভাপতি আনসারুল হক ইমরান।তিনি রাত সোয়া ৩টার দিকে জানান, ‘লালবাগের কার্যালয় ও এর আশপাশের এলাকা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘিরে রেখেছেন।’যেকোনো সময় হয়তো হেফাজতের আমির আল্লামা শাহ আহমদ শফীকে গ্রেপ্তার হতে পারে বলে আনসারুল হক আশঙ্কা ব্যক্ত করেছেন।
তিনি আরো জানান, লালবাগে বর্তমানে দু-একজন কেন্দ্রীয় নেতাকে নিয়ে অশীতিপর আল্লামা শফী অবস্থান করছেন। বাকিরা আন্দোলনের কৌশল হিসেবে নিরাপদ স্থানে আছেন।
উল্লেখ্য, রবিবার মধ্যরাতে যৌথবাহিনী মতিঝিল শাপলা চত্বরের সমাবেশস্থলে অভিযান চালায়। এ সময় ছত্রভঙ্গ হয়ে যায় হেফাজতকর্মীরা। তবে ঘটনাস্থলে অসংখ্য মানুষকে পড়ে থাকতে দেখা গেছে। এতে ধারণা করা হচ্ছে, পুলিশের গুলিতে বহু মানুষ হতাহত হয়েছেন।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud