পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

পানিতে চাষ হবে তরমুজ

Posted on July 20, 2017 | in সারা দেশ | by

এখন থেকে পানিতে চাষ করা যাবে তরমুজ, অপেক্ষায় থাকতে হবে না মৌসুমেরও।

হাইড্রোপনিক নামের একটি পদ্ধতিতে তরমুজের চাষ করে সফলতা পেয়েছে পটুয়াখালীর আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র।

তাদের দাবি, এ পদ্ধতিতে বিভিন্ন সবজি, ফুল ও ফল উৎপাদন সম্ভব। এতে কমবে কৃষকের শ্রম ও খরচ।

সারাবছর চাহিদা থাকায় মৌসুমের বাইরে তরমুজ চাষ শুরু করেন পটুয়াখালীর আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীরা। প্লাস্টিক পাইপের মধ্যে ১৬টি খাদ্য উপাদান মিশ্রিত পানি অটোপাম্পের মাধ্যমে সঞ্চালন করানো হয়। আর পাইপ ছিদ্র করে লাগানো তরমুজ চারা বেড়ে ওঠে, মৌসুম ছাড়াই ফল ধরতে শুরু করে।

এ বিষয়ে পটুয়াখালীর আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা ইফতেখার মাহমুদ বলেন, বর্ষার সময় বেশি বৃষ্টিপাত হওয়ায় মাঠে তরমুজ চাষ করাটা কঠিন। আর তাই এ পদ্ধতিতে আমরা সহজেই তরমুজ চাষ করতে পারি।

বিজ্ঞানীরা বলছেন মাটি থেকে প্রায় ১৭ গুন বেশি চাষাবাদ সম্ভব, মাটিবাহিত রোগ না হওয়া ও কিটনাশকমুক্তভাবে চাষ করা সম্ভব এ পদ্ধতিতে।

পটুয়াখালী আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মোস্তাফিজুর রহমান তালুকদার বলছেন, সবার মধ্যে এ চাষ পদ্ধতি ছড়িয়ে দিতে চেষ্টা চালাচ্ছেন তারা।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud