November 6, 2025
অ্যান্ড্রয়েডনির্ভর স্মার্টফোনের হোম বাটনে চাপ দিচ্ছেন কিন্তু কাজ হচ্ছে না বা অ্যাপ্লিকেশন চালু হতে সময় নিচ্ছে? হয়তো গতি কমে গেছে আপনার প্রিয় স্মার্টফোনটির। নানা কারণেই অ্যান্ড্রয়েডনির্ভর স্মার্টফোনের গতি কমতে পারে। আপনি কিন্তু মাত্র পাঁচ মিনিটেই আপনার এই স্মার্টফোনটির গতি বাড়িয়ে নিতে পারেন। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ল্যাপটপম্যাগে প্রকাশিত হয়েছে এ পরামর্শ।
এক মিনিট থেকে ত্রিশ সেকেন্ডে দেখে আসুন আপনার অ্যাপ্লিকেশন ক্যাচে। সেটিংস মেনুতে গিয়ে অ্যাপ ক্যাচে পরিস্কার করে নিতে হবে। কারণ, অ্যাপ ক্যাচে মূল্যবান সিস্টেম রিসোর্স দখল করে অ্যান্ড্রয়েড স্মার্টফোনের গতি কমিয়ে দেয়। অপ্রয়োজনীয় অ্যাপস নিষ্ক্রিয় করে রাখুন। আপনার অজান্তে অব্যবহূত অনেক অ্যাপ্লিকেশন স্মার্টফোনের গতি কমানোর জন্য দায়ী হতে পারে।
এক মিনিট থেকে ত্রিশ সেকেন্ড সময় নিয়ে স্মার্টফোনের অপ্রয়োজনীয় অ্যাপ্লিকেশনগুলো আন-ইনস্টল করে ফেলুন। বেছে নিতে পারেন থার্ড পার্টির তৈরি দ্রুত গতির অ্যাপ চালু করার কোনো সফটওয়্যার। তবে প্রতিটি অ্যান্ড্রয়েড স্মার্টফোনেই নিজস্ব অ্যাপ লঞ্চার রয়েছে। ত্রিশ সেকেন্ডে অপ্রয়োজনীয় শর্টকাট বা বিজ্ঞাপন সার্ভিসগুলো নিষ্ক্রিয় করে দিতে পারেন। ব্যাকগ্রাউন্ড ডাটা নিষ্ক্রিয় করুন বা সীমিত করে দিন। অ্যান্ডয়েড স্মার্টফোনের গতি বাড়াতে করণীয়গুলোর জন্য পাঁচ মিনিটের বেশি সময় লাগবে না।