পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

নিষেধাজ্ঞার মধ্যেও রাজধানীতে আওয়ামী লীগের সমাবেশ

Posted on May 26, 2013 | in রাজনীতি | by

image_44583_0

ঢাকা: নাশকতার আশঙ্কায় এক মাস সভা-সমাবেশ নিষিদ্ধ থাকবে, ১৯ জুন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীদের এমন বক্তব্যের পর রাজধানীতে সমাবেশ করতে পারছে না কোনো দল বা সংগঠন। অথচ সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে হরতালবিরোধী সমাবেশ করেছে সরকার দল। সমাবেশে বক্তব্য রাখেন আইনপ্রতিমন্ত্রী কামরুল ইসলাম স্বয়ং।

আওয়ামী লীগ অনুমতি নিয়ে সমাবেশ করার দাবি করলেও এ বিষয়ে কিছু বলতে পারেনি পুলিশ। তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনা, নেতা-কর্মীদের মুক্তিসহ নানা দাবিতে রবিবার সারাদেশে হরতাল ডাকে বিএনপি। এই কর্মসূচিকে দেশের স্বার্থবিরোধী দাবি করে এর প্রতিবাদে সকালে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে আওয়ামী লীগ।

অন্যরা যখন সমাবেশ করতে পারছে না, তখন আওয়ামী লীগ কীভাবে করল, সমাবেশে জানতে চাইলে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ‘দলীয় কার্যালয়ের সামনে নেতা-কর্মীরা এসেছিল আড্ডা দিতে, কোনো সভা কিংবা সমাবেশের জন্য নয়’।
তবে মায়া এ কথা বললেও ওই সমাবেশে বিএনপিকে উদ্দেশ্য করে বক্তব্য দেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম।
সরকার দল নিজেরাই আইন লংঘন করছে কি না, জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য নূহ উল আলম লেনিন বলেন, ‘সভা-সমাবেশে কোনো নিষেধাজ্ঞা দেয়নি সরকার। আগেই নিয়ম ছিল অনুমতি নিয়ে সভা করতে হবে। মাঝে এটি অনেক ক্ষেত্রে মানা হয়নি। সাম্প্রতিক নাশকতার পর সরকার বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছে’। আওয়ামী লীগ এই সমাবেশের অনুমতি নিয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘অনুমতি না নিয়ে সভা করার কথা না’।
ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার মিডিয়া মাসুদুর রহমান  বলেন, ‘আওয়ামী লীগের এই সমাবেশের অনুমতি নেয়ার বিষয়টি আমার জানা নেই’।
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান

বলেন, ‘সরকার যে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাইছে, এই ঘটনাই তার প্রমাণ। আইন কেবল বিরোধী দলের জন্য, সরকারের জন্য না, এটা হতে পারে না’।
সুশাসনের জন্য নাগরিক, সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আইন সবার ওপরই সমানভাবে প্রযোজ্য হওয়া উচিত। সরকার দল নিজেই আইন অমান্য করলে বলা যাবে না দেশে আইনের শাসন আছে’।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud