পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

ঢাকার জলাবদ্ধতা নিরসনে নতুন খাল খনন করা হচ্ছে : প্রধানমন্ত্রী

Posted on July 29, 2017 | in জাতীয়, রাজনীতি | by

ডেস্ক রিপোর্ট : আজ শনিবার থেকে শুরু হলো ২৭টি দেশের দুই দিনব্যাপী ‘ঢাকা পানি সম্মেলন ২০১৭’। পানি সম্মেলনের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেছেন, ঢাকার জলাবদ্ধতা নিরসনে নতুন খাল খনন করা হচ্ছে।

শনিবার সকালে রাজধানীর প্যান-প্যাসিফিক সোনারগাঁও হোটেলে দুই দিনব্যাপী এ সম্মেলন শুরু হয়েছে। পানি সম্মেলনের এবারের প্রতিপাদ্য হচ্ছে-টেকসই উন্নয়নে পানি।

এ সময় তিনি বলেন, ‘লবণাক্ত পানি প্রবণ এলাকায় পুকুরের পানি ফিল্টার করে লবণাক্ততা দূর করা হয়েছে। সাতহাজার পুকুর এবং গভীর নলকূপ স্থাপন করা হয়েছে ৩২ হাজার ৬’শ টি। বর্ষার পানি সংরক্ষণ করে ৪ হাজার ৭’শ টি জলাধার নির্মাণ করা হয়েছে।’

প্রধানমন্ত্রী ঢাকার জন্য যে পদক্ষেপ নেয়া হয়েছে সে সম্পর্কে তিনি বলেন, ‘রাজধানী ঢাকায় নতুন খাল খনন করা হচ্ছে এবং পুরাতন খাল সংস্কার এবং জলাধার সংরক্ষণের উদ্যোগ নেয়া হয়েছে। শিল্পাঞ্চল, বড় বড় আবাসিক এলাকায় জলাধার তৈরি, বৃষ্টির পানি সংরক্ষণ, বর্জ্য ও দূষিত পানি নিষ্কাশনেরও পদক্ষেপ নেয়া হচ্ছে।’

বিভাগীয় শহরগুলোর উন্নয়নে যে কার্যক্রম হাতে নেওয়া হয়েছে সে সম্পর্কে তিনি বলেন, ‘২০২১ সালের মধ্যে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনাসহ সকল বিভাগীয় শহরে নিরাপদ পানি ভূ-উপরিস্থ পানি থেকে নিশ্চিত করার কার্যক্রম আমরা হাতে নিয়েছি। নাব্যতা হ্রাস প্রতিরোধে গুরুত্বপূর্ণ নদীতে ড্রেজিং কার্যক্রম চলছে।’

প্রধানমন্ত্রী আরো বলেন, ‘পানি সম্পদের সমন্বিত ব্যবস্থাপনার জন্য আমরা এক’শ বছর মেয়াদি বাংলাদেশ ডেল্টা প্লান ২ হাজার এক’শ আমি একটি যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করেছি। এই দীর্ঘমেয়াদী সমন্বিত পানি ব্যবস্থাপনা পরিকল্পনায় আগামী এক’শ বছরে পানির প্রাপ্যতা বার ব্যবহার এবং প্রতিবেশগত বিষয় সমূহ বিবেচনায় রাখা হয়েছে।’

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে পানির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে খাদ্য নিরাপত্তাসহ এসডিজির সাতটি অভিষ্ঠ লক্ষ্যকে সামনে রেখে এই সম্মেলনে ২৭টি দেশের মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ৮২ জন বিদেশি প্রতিনিধি অংশ গ্রহণ করবেন।

নিরাপদ পানির গুরুত্ব উপলব্ধি করে এসডিজির ১৭টি লক্ষ্যের মধ্যে ১ নম্বর লক্ষ্য হচ্ছে সরাসরি পানির সঙ্গে সম্পৃক্ততা। এসডিজি ৬ এর অধীনে ছয়টি পৃথক লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর অগ্রগতি পর্যালোচনার জন্যও আটটি ইন্ডিকেটর নির্ধারণ করা হয়েছে। এসডিজি ৬ ছাড়াও এসডিজির আরও সাতটি লক্ষ্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পানি ব্যবস্থাপনার সঙ্গে সম্পর্কিত।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud