পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

নিজেদের শেষ ম্যাচে মাঠে নামছে চেলসি

Posted on July 29, 2017 | in খেলাধুলা | by

স্পোর্টস ডেস্ক : ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে নিজেদের শেষ ম্যাচে মাঠে নামবে ইংলিশ জায়ান্ট চেলসি। প্রতিপক্ষ ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান। এ ম্যাচে ভাল করে কমিউনিটি শিল্ডের আগে নিজেদের আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে চায় ব্লজরা। অন্যদিকে,ছাড় দিতে নারাজ জয়ের ধারায় থাকা ইন্টার মিলান। সিঙ্গাপুরের ন্যাশনাল স্টেডিয়ামে, ম্যাচটি শুরু হবে শনিবার বিকেল ৫ টা ৩৫ মিনিটে।

২ আগস্ট ২০১৩। লুকাস ওয়েল স্টেডিয়ামে, দু’দলের শেষ দেখায় ইন্টার মিলানের বুক চিড়ে জয়ের মশাল জালিয়েছিলো চেলসি। দীর্ঘ চার বছর পর আবারো দেখা হচ্ছে দুই দেশের দুই জায়ান্ট ক্লাবের।

এবার লক্ষ্য ও উদ্দেশ্য দুই আলাদা। আগামী ৬ আগস্ট কমিউনিটি শিল্ডের লড়াই। ২০১৬-১৭ মৌসুমের এফ এ কাপ ও ইপিএল চ্যাম্পিয়নের মধ্যকার জমজমাট যুদ্ধে ওয়েম্বলিতে মুখোমুখি হবে আর্সেনাল ও চেলসি। সে ম্যাচের আগে নিজেদের আত্মবিশ্বাস ফেরাতে মরিয়া চেলসি।

যদিও প্রাক মৌসুম প্রস্তুতির আসর ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে শুরুতেই পা পিছলে হোঁচট খেয়েছে ব্লুজরা। বায়ার্নের কাছে ৩-২ গোলের হার কিছুটা বিপাকে ফেলেছে তাদের। শুরুটা বাজে হলেও, শেষটায় সব আক্ষেপ পুষিয়ে দিতে প্রস্তুত ফুটবলাররা।

যদিও কন্তের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে পেদ্রোর অনুপস্থিতি। আর্সেনালের বিপক্ষে ম্যাচে ইনজুরিতে পড়ে ইংল্যান্ড ফিরে গেছেন পেদ্রো।

দলের আরেক আস্থার প্রতীক ইডেন হ্যাজার্ড অনুশীলন করলেও, এ ম্যাচে তার না খেলার সম্ভাবনাই বেশি। তবে, দ্বিতীয় বারের মত মাঠে নামার সম্ভাবনা আছে নতুন রিক্রুট আলভারো মোরাতার।

চেলসির চেয়ে অনেকটা নির্ভার হয়েই এ ম্যাচে মাঠে নামবে ইন্টার মিলান। ইন্টার ন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে নিজেদের প্রথম ম্যাচে অলিম্পিক লিও এবং পরের ম্যাচেই বায়ার্ন মিউনিখকে হারিয়েছে তারা।

বুন্দেসলিগার চ্যাম্পিয়নদের একাই কাবু করে দিয়েছেন ব্রাজিলিয়ান এদার মার্টিনস। এ ম্যাচের আগে ইনজুরি নিয়ে নির্ভার থাকায় জয়ের ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী ইন্টার মিলান।

দু’দলের এখন পর্যন্ত চারবারের দেখায় অবশ্য দুটি করে জয় নিয়ে সমান অবস্থায় আছে চেলসি ও ইন্টার মিলান।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud