পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

‘না’ ভোটের সুযোগ রাখার পক্ষে মত বিশিষ্ট জনদের

Posted on July 31, 2017 | in নির্বাচন কমিশন | by

ডেস্ক রিপোর্ট : নির্বাচনে সেনা মোতায়েনের পাশাপাশি ‘না’ ভোট দেয়ার সুযোগ রাখার পক্ষে মত দিয়েছেন বিশিষ্টজনেরা। একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানান প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। ব্রিফিংয়ে সিইসি বলেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে কমিশন আইন অনুযায়ী সম্ভব সব কিছু করবে। ভোটের সময় সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে সুশীল সমাজের প্রতিনিধিরা বেশ কিছু প্রস্তাবনা দিয়েছেন বলেও জানান সিইসি।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘আমদের তারা বলেছেন যে, নির্বাচনকালীন নির্বাচন কমিশনের দায়িত্ব তো আছেই তার বাইরেও আমাদের নিবন্ধিত রাজনৈতিক দলগুলো যাতে ভালোভাবে তাদের কাজ করতে পারে। নির্বাচনকালীন সেনাবাহিনীর কি ভূমিকা হবে, থাকবে বা থাকবে না এ রকম কথাও ছিলো। ভোটার তালিকা এবং ভোট প্রদানের ক্ষেত্রে তারা যেনো কোনো ধরণের প্রতিবন্ধকতার সম্মুখীন না হয়, অবাধে, নির্ভয়ে ভোট দিতে পারে এ ব্যাপারে আমাদের তারা পরামর্শ দিয়েছেন। তাদেরকে আশ্বস্ত করেছি, আইনের আলোকে নির্বাচন কমিশনের ওপর সাংবিধানিকভাবে যে ক্ষমতা অর্পণ করা আছে তা সঠিকভাবে পালন করে সুষ্ঠু নির্বাচন উপহার দেয়ার চেষ্টা করবো।’

সূত্র : সময়টিভি অনলাইন।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud