পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

নারকেল ও মধু: চুল হবে ঝলমলে

Posted on July 29, 2017 | in লাইফস্টাইল | by

লাইফস্টাইল ডেস্ক : রুক্ষ ও প্রাণহীন চুলে জৌলুস ফেরাতে চাইলে ব্যবহার করতে পারেন ঘরে তৈরি শ্যাম্পু। নারকেলের দুধ ও মধুর তৈরি এই শ্যাম্পু ব্যবহারে চুল তো পরিষ্কার হবেই, পাশাপাশি বন্ধ হবে চুল পড়া। এছাড়া চুলের বৃদ্ধি বাড়বে ও প্রাকৃতিক উজ্জ্বলতা আসবে চুলে। নারকেল ও মধু
যেভাবে তৈরি ও ব্যবহার করবেন শ্যাম্পু-

কাপ নারকেলের দুধ নিন।
টেবিল চামচ বেবি শ্যাম্পু মেশান।
চা চামচ মধু মেশান।
কয়েক ফোঁটা ভিটামিন-ই অয়েল ও ল্যাভেন্ডার অয়েল মিশিয়ে নেড়ে নিন। মিশ্রণটি শ্যাম্পু হিসেবে ব্যবহার করুন চুলে।

মধু ও নারকেলের দুধের শ্যাম্পু ব্যবহার করবেন কেন?

চুলের প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে নারকেলের দুধ।
মাথার ত্বকের পিএইচ লেভেল নিয়ন্ত্রণ করে এটি।
বিবর্ণ ও রুক্ষ চুলে ফিরিয়ে আনে ঝলমলে ভাব।
চুলের বৃদ্ধি দ্রুত করে।
চুল পড়া বন্ধ করতেও এই শ্যাম্পু কার্যকর।
চুলের আগা ফাটা রোধ করে এটি।

তথ্য: দ্য ইন্ডিয়ান স্পট

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud