December 22, 2025
নাইজেরিয়ার উত্তর-পূর্ব অঞ্চলের ইজঘি গ্রামে সন্দেহভাজন সন্ত্রাসীদের হামলায় ১০৬ জন মানুষ নিহত হয়েছে। দেশটির একজন সিনেটরের বরাত দিয়ে বিবিসি খবরটি প্রচার করেছে। খবরে বলা হয়েছে, সিনেটর মোহাম্মদ আলী এনদুম জানিয়েছেন নিহতদের মধ্যে একজন বয়স্ক নারীও রয়েছেন। যিনি তার নাতিকে বাঁচানোর চেষ্টা করছিলেন।
দেশটির বোর্নো রাজ্যের ইজঘি গ্রামে ইজঘি গ্রামে পাঁচ ঘণ্টা ধরে চলা ঐ হামলা বন্ধে সেনাবাহিনী কোন ভূমিকা পালন করেনি। এই হামলার জন্য ইসলামিষ্ট জঙ্গীদল বোকো হারামকে সন্দেহ করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বেশ কয়েকটি ট্রাক এবং মোটরসাইকেলে করে আসা অস্ত্রধারী সন্ত্রাসীরা শুরুতেই গ্রামের ত্রিশ-জন নিরস্ত্র মানুষকে গুলি করে হত্যা করে। এরপর ঘরে ঘরে ঢুকে গুলি করে এবং জবাই করে মানুষ হত্যা করে।
রাজ্যের সিনেটর মোহাম্মদ আলী এনদুম জানিয়েছেন সন্ত্রাসীরা রাত ৯টার দিকে গ্রামে প্রবেশ করে।
এরপর তারা গ্রামের মানুষদের, বিশেষত অল্প বয়সী মানুষদের ধরে একত্রে হত্যা করে। পরে তারা বাড়ি বাড়ি ঢুকে বিশেষ করে পুরুষ সদস্যদের ধরে নিয়ে হত্যা করে এবং লুটপাট চালায়।
গত সপ্তাহে অতর্কিত হামলায় নয়জন সেনাসদস্য নিহত হবার পর গ্রামটি থেকে সেনাবাহিনী প্রত্যাহার করা হয়েছে।