September 16, 2025
ঢাকা: বরাবরের মতো বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের হরতালে নিরুত্তাপ নয়াপল্টন ও এর আশপাশের এলাকা। সকাল থেকে এ এলাকায় হরতালের সমর্থনে বের হয়নি কোনো মিছিল। হয়নি কোনো পিকেটিং। অন্য হরতালের মতো আজকেও বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ও আশপাশে রয়েছে পুলিশের কড়া প্রহরা।
রোববার সকাল ৬টা থেকে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল, এক মাসের জন্য রাজধানীতে সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ, আটক নেতাকর্মীদের মুক্তি দাবি এবং ‘দুর্নীতিবাজ’ সরকারের পতনের দাবিতে সারাদেশে হরতাল পালন করছে ১৮ দল। চলবে সন্ধ্যা ছয়টা পর্যন্ত।
কার্যালয়ে দলের চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, মহানগর সদস্য সচিব আবদুস সালাম, সহ-দফতর সম্পাদক আবদুল লতিফ জনি, শামীমুর রহমান শামিম ছাড়া নেই তেমন কোনো কেন্দ্রীয় নেতা।
এদিকে হরতালে রাজধানীজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি থাকলেও বরাবরের মতো নয়াপল্টনকে ঘিরে রয়েছে বাড়তি নিরাপত্তা। তবে এখন পর্যঘন্ত এ এলাকায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটায় একরকম অলস সময় পার করছেন আইনশৃঙ্খলা বাহিনী।
হরতালের শুরুতে তালাবদ্ধ থাকলেও সকাল নয়টার দিকে খুলে দেয়া হয় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়।