November 5, 2025
ঢাকা : আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, এখন নতুন প্রজন্মের নেতৃত্বে নতুন ইতিহাস সৃষ্টি হচ্ছে। নতুন প্রজন্মের এই উত্থানে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে বিভিন্নভাবে ষড়যন্ত্র চলছে। কিন্তু নতুন প্রজন্মের এই বিজয় কেউ ঠেকাতে পারবে না। এ উত্থানের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রই সফল হবে না।
মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু এভিনিউস্থ জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর ১৪ দলের এক সভায় এসব কথা বলেন তিনি।
কৃষিমন্ত্রী বলেন, যতো যুদ্ধাপরাধী আছে সবার বিচার হবে। এবং তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড না হওয়া পর্যন্ত ১৪ দল ধারাবাহিক কর্মসূচি দিয়ে আন্দোলন অব্যাহত রাখবে।
তিনি বলেন, ‘আমরা এদেশে জন্মেছি বলেই ২১ ফেব্রুয়ারি, ৬৯, ৭১ পেয়েছি।’
ওয়াকার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, ‘শাহবাগে তরুণ প্রজন্মের যে উত্থান তাদের সঙ্গে আমরা সংহতি প্রকাশ করছি। যে দাবি নিয়ে তারা শপথ নিয়েছে আর স্পিকারের কাছে তারা যে দাবিতে স্মারকলিপি জমা দিয়েছে তার সঙ্গেও আমাদের সহমত রয়েছে।’
বিএনপি নেতাদের দেয়া বক্তব্যের জবাবে তিনি বলেন, এই আন্দোলনে শাহবাগের সাথে সমগ্র জাতি একমত। এটা কেবল বিএনপি মেনে নিতে পারছে না। তারা তাদের বক্তব্যের মধ্য দিয়ে এই আন্দোলনকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।
তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, আপনারা স্বাধীনতার পক্ষে আসুন। জামায়াতকে ছেড়ে যুদ্ধাপরাধীদের বিচারে পক্ষে অবস্থান নিন।
ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মহানগর ১৪ দলের সমন্বয়ক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার সভাপতিত্বে বৈঠকে আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, জাসদের সাধারণ সম্পদক শরীফ নুরুল আম্বিয়া, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক নুরুর রহমান সেলিম, আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্ত্রি দাস, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।
এর আগে সভায় আগামী ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য কেন্দ্রীয় ১৪ দলের পূর্ব ঘোষিত মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের বিচার কাজ দ্রুত সম্পন্ন এবং বিএনপি-জামায়াত জোটের হত্যা, সন্ত্রাস, নৈরাজ্য, অগ্নিসংযোগ, বোমাবাজি ও দেশবিরোধী ধ্বংসাত্মক কার্যকলাপের বিরুদ্ধে ব্যাপক গণজাগরণ সৃষ্টির উদ্দেশ্যে গৃহীত কর্মসূচিকে সর্বাত্মকভাবে সফল করার বিষয়ে আলোচনা হয়।
প্রসঙ্গত মঙ্গলবার বিকেল চারটায় তিন মিনিট নীরবতা পালনের আহ্বান জানিয়েছেন শাহবাগের আন্দোলনকারীরা। তারা বলেছেন, এ সময় যে যেখানে থাকবেন, সেখান থেকেই সবাই যেন নীরবতা পালন করেন।
শাহবাগের আন্দোলনকারীদের প্রতি সংহতি জানিয়ে ১৪ দলের নেতারা আজ বিকেল চারটায় শহীদ মিনারে তিন মিনিট নীরবতা পালন করে সংহতি জানাবে বলে বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে।