পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

‘দ্রুত সময়ে ডিসিসি নির্বাচন’

Posted on May 13, 2013 | in আইন-আদালত | by

image_42082ঢাকা: আদালতের রায় হাতে পেলেই ঢাকা সিটি কর্পোরেশন (ডিসিসি) নির্বাচন নিয়ে বৈঠকে বসবে নির্বাচন কমিশন।

সোমবার দুপুরে নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ সাংবাদিকদের একথা জানান।

শাহ নেওয়াজ বলেন, “ঢাকার দু’টি সিটি কর্পোরেশনের (ডিসিসি) নির্বাচনের প্রস্তুতি আমাদের নেওয়া ছিল। আমরা নির্বাচনের দিকে অনেকটা এগিয়েও গিয়েছিলাম। তফসিল ঘোষণার পরে আদালতের নিষেধাজ্ঞায় এ নির্বাচন বন্ধ হয়ে যায়। আমরা জানতে পেরেছি আদালত স্থগিতাদেশ তুলে নিয়েছে। তাই আমরা দ্রুত সময়ের মধ্যে মেয়াদ উত্তীর্ণ এই সিটি কর্পোরেশনের নির্বাচন করতে চাই।”

এদিকে, নির্বাচন কমিশন সচিবালয় ঢাকা সিটি কর্পোরেশনের (ডিসিসি উত্তর ও দক্ষিণ) ওয়ার্ড ভিত্তিক ভোটার তালিকা তৈরিসহ নির্বাচনী কার্যক্রম শুরু করেছে বলে জানা গেছে।

খুব শীঘ্রই এ নির্বাচনের তফসীল ঘোষণা করবে নির্বাচন কমিশন।

উল্লেখ্য, সোমবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের বেঞ্চ ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন  নির্বাচনের তফসিল নিয়ে জারি করা রুল খারিজ করে দিয়েছেন। একইসঙ্গে নির্বাচনের ওপর দেওয়া স্থগিতাদেশও প্রত্যাহার করা হয়। ফলে ডিসিসি নির্বাচনে আর আইনগত কোনো বাধা থাকছে না।

প্রসঙ্গত, গত বছরের ১৫ এপ্রিল অ্যাডভোকেট মনজিল মোরসেদের রিট আবেদনের পরিপ্রেক্ষিতে পরদিন ডিসিসির নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করেছিলেন হাইকোর্ট। পরে আরো কয়েক দফা স্থগিতাদেশের মেয়াদ বাড়ানো হয়। ১৬ এপ্রিলের আদেশে নির্বাচনের তিন মাস আগে ভোটার তালিকা হালনাগাদ করার নির্দেশও দেন হাইকোর্ট।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud