পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

দেশ ও আমাদের এতিম দুই বোনের জন্য দোয়া করবেন: প্রধানমন্ত্রী

Posted on July 22, 2017 | in ইসলাম, জাতীয়, রাজনীতি | by

ডেস্ক রিপোর্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনা হজযাত্রীদের উদ্দেশে বলেছেন, ‘বাংলাদেশের মানুষ যেন বিশ্বে সম্মানজনকভাবে মাথা উঁচু করে দাঁড়াতে পারে আপনারা সেজন্য দোয়া করবেন। আমাদের এতিম দুই বোন ও আমাদের নাতি-নাতনিদের জন্য দোয়া করবেন। আমরা যেন সুস্থ থাকতে পারি।’ শনিবার (২২ জুলাই) সকালে রাজধানীর আশকোনায় হজ ক্যাম্প থেকে ‘হজ ২০১৭’ কার্যক্রমের শুভ উদ্বোধনকালে তিনি এসব বলেন।

যারা এ বছর হজ পালন করতে যাচ্ছেন তাদেরকে দেশের জনগণের জন্য মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র রওজা মোবারকে গিয়ে দোয়া পড়ারও আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা।

ইসলামের নামে সন্ত্রাসী কার্যকলাপে জড়িতদের উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী বলেছেন, ‘ইসলাম পবিত্র ধর্ম, মানবতার ধর্ম। ইসলাম ধর্মে নারীদের সবচেয়ে বেশি অধিকার রয়েছে। সুতরাং এই ধর্মকে কলুষিত করার মতো কোনও কাজ করবেন না।’

শেখ হাসিনার দাবি, এমন দিনও গেছে এ দেশের মানুষ একবেলা খেতে পারেনি। তার সরকার মানুষকে দু’বেলা খাওয়ার নিশ্চয়তা দিয়েছে বলে উল্লেখ করেন তিনি। তার কথায়, ‘আমাদের লক্ষ্য একজন মানুষও না খেয়ে থাকবে না। দোয়া করবেন প্রত্যেক মানুষকে যেন ঘরবাড়ি তৈরি করে দিতে পারি। কেউ গৃহহীন থাকবে না, প্রত্যেক ঘরে আলো জ্বলবে। বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি করে দেওয়া হচ্ছে, আগামীতেও এটা অব্যাহত থাকবে। আপনাদের যেন আমরা আরও সেবা করতে পারি সেজন্য দোয়া করবেন।’
১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। তার দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা তখন জার্মানিতে থাকায় বেঁচে যান। নিজেদের দুই বোনকে এতিম উল্লেখ করে ওই ঘটনা মনে করিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud