পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

দক্ষিণ চীন সাগরে মার্কিন রণতরী গুরুতর সামরিক উস্কানি: চীন

Posted on July 3, 2017 | in আন্তর্জাতিক | by

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ চীন সাগরের একটি বিরোধপূর্ণ দ্বীপের কাছ দিয়ে মার্কিন যুদ্ধজাহাজ পরিচালনা অত্যন্ত “গুরুতর রাজনৈতিক ও সামরিক উস্কানি” বলে মন্তব্য করেছে চীন। এই ঘটনা দুই পরাশক্তির সম্পর্ক আরও জটিল করে তুলতে পারে।

একজন মার্কিন কর্মকর্তা জানান, তাদের ডেস্ট্রয়ার ইউএসএস স্টেথেম দক্ষিণ চীন সাগরের প্যারাসেল দ্বীপমালার একটি ক্ষুদ্র দ্বীপ ট্রাইটনের ১২ নটিক্যাল মাইলেরও কম দূরত্ব দিয়ে অতিক্রম করে যায়। চীন ছাড়াও তাইওয়ান এবং ভিয়েতনাম দ্বীপটির মালিকানা দাবি করে।

১২ নটিক্যাল মাইল পর্যন্ত এলাকাকে কোনও ভূখ-ের আঞ্চলিক জলসীমা হিসাবে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য বলে মেনে নেয়া হয়।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার চীনা প্রতিপক্ষ শি জিনপিংয়ের নির্ধারিত টেলিফোন কলের মাত্র কয়েক ঘণ্টা আগে মার্কিন রণতরীর বিতর্কিত জলসীমা অতিক্রমের এই ঘটনা ঘটে।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা শিনহুয়া জানায়, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু ক্যাং রোববার এক বিবৃতিতে বলেন, ওই এলাকায় মার্কিন রণতরী পাঠানোর জবাবে চীন সামরিক জাহাজ এবং যুদ্ধবিমান পাঠায়। তিনি বলেন, চীন চায় যুক্তরাষ্ট্র চীনের সার্বভৌমত্ব লংঘন এবং তার নিরাপত্তার প্রতি হুমকি সৃষ্টি হতে পারে এমন যেকোনও ধরণের উস্কানিমূলক তৎপরতা অবিলম্বে বন্ধ করবে।

সূত্র: দ্য গার্ডিয়ান।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud