November 6, 2025
থ্রিডি প্রযুক্তির দুইটি মডেলের স্মার্টফোন তৈরি করছে যুক্তরাষ্ট্রের অনলাইন রিটেইলার আমাজন। ৯ মে ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ওয়াল স্ট্রিটের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, আমাজনের তৈরি একটি স্মার্টফোনে থাকবে হলোগ্রাম প্রযুক্তি, অর্থাৎ হলোগ্রামের মতো ছবি দেখা যাবে; আর একটিতে থাকবে আই ট্র্যাকিং প্রযুক্তি অর্থাৎ চোখের ইশারায় স্মার্টফোন নিয়ন্ত্রণ করা যাবে।
আমাজের তৈরি থ্রিডি স্মার্টফোনে থ্রিডি মুভি বা ছবি দেখতে আলাদা করে থ্রিডি চশমা প্রয়োজন হবে না। স্মার্টফোনে রেটিনা ট্র্যাকিং প্রযুক্তি থাকায় তা স্মার্টফোনের ছবি চোখে হলোগ্রামের মতো তুলে ধরবে। এ ছাড়াও এ স্মার্টফোনগুলোতে ব্যবহূত হবে উন্নত হার্ডওয়্যার।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার অবস্থিত আমাজন ‘ল্যাব ১২৬’-এ তৈরি হচ্ছে নতুন প্রযুক্তির এ স্মার্টফোন। শিগগিরই এ স্মার্টফোন বাজারে আনবে আমাজন প্রযুক্তি বিশ্লেষকেরা এ আশা করলেও আমাজন কর্তৃপক্ষ এ বিষয়ে মন্তব্য করেনি।