November 6, 2025
ঢাকা: ঢাকা জেলায় বিএনপির ডাকা বুধবারের সকাল-সন্ধ্যা হরতালকে কেন্দ্র করে দলের নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে থমথমে অবস্থা বিরাজ করছে। এদিকে সকাল থেকেই কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান করছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু।
কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করায় গ্রেফতার আতঙ্কে নেতা-কর্মীরা দলীয় কার্যালয়ে যাচ্ছেন না। ঢাকা জেলায় বিএনপির ডাকা বুধবারের সকাল-সন্ধ্যা হরতালকে কেন্দ্র করে বিজয় নগর, নাইটিংঙ্গেল মোড়, নয়াপল্টন বিএনপির কার্যালয় এলাকায় এপিসি কার নিয়ে পুলিশ টহল দিচ্ছে।
উল্লেখ্য, বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমানসহ আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে মঙ্গলবার ঢাকা জেলায় এ হরতাল আহ্বান করে বিএনপি।