পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

ডুবোজাহাজ থেকে উৎক্ষেপণযোগ্য ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি উ. কোরিয়ার

Posted on August 24, 2017 | in আন্তর্জাতিক | by

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়া বর্তমানে ডুবোজাহাজ থেকে উৎক্ষেপণযোগ্য নতুন ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র (এসএলবিএম) তৈরি করছে। জাপানের এনএইচকে টেলিভিশন চ্যানেল এ খবর প্রচার করে।
খবর তাসের।

উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের দেশটির রিসার্স ইনস্টিটিউট অব কেমিক্যাল ম্যাটেরিয়াল অ্যাট দি ন্যাশনাল একাডেমি অব মিলিটারি সায়েন্স পরিদর্শনকালে তোলা বিভিন্ন ছবি থেকে টিভি চ্যানেলটি এমন ধারণা করছে। আর এসব ছবি উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ প্রকাশ করে।
স্থানটি পরিদর্শনকালে কিম জং-উন যে অস্ত্রের পাশে দাঁড়িয়ে ছিলেন সেটিতে বড় অক্ষরে লেখা রয়েছে পুকুকসং-৩ (পোলারিস)। এটি উত্তর কোরিয়ার ডুবোজাহাজ থেকে উৎক্ষেপণযোগ্য ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের নাম। উল্লেখ্য, উত্তর কোরিয়া ইতোমধ্যে পুকুকসং-১ ও পুকুকসং-২ ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে।

এদিকে সোমবার দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র তাদের যৌথ বার্ষিক সামরিক মহড়া শুরু করায় কোরীয় অঞ্চলে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি আরো তীব্র হয়েছে। বাসস

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud