November 5, 2025
ঢাকা: ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) নির্বাচনের জটিলতা নিয়ে করা রুল নিষ্পত্তি হয়েছে। এতে করে ডিসিসি নির্বাচনে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদ সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন হাইকোর্ট।
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে হাইকোর্টের জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষ হয় আগেই।
রিট আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। নির্বাচন কমিশনের পক্ষে শুনানি করেন ড. শাহদীন মালিক। সরকার পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান। এদিকে গত বছরের ৯ এপ্রিল উত্তর ও দক্ষিণ ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
পরে এই তফসিল ঘোষণার বৈধতা চ্যালেঞ্জ করে এবং ডিসিসির নির্বাচনের ওপর স্থগিতাদেশ চেয়ে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে হাইকোর্টে একটি রিট মামলা দায়ের করা হয়।
এ রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গত বছরের ১৬ এপ্রিল বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চ ডিসিসির নির্বাচনের যাবতীয় কার্যক্রম স্থগিত করেন। একই সঙ্গে নির্বাচনের তিন মাস আগে ভোটার তালিকা হালনাগাদ করা এবং আইনানুযায়ী এ সময়ের মধ্যে কাউন্সিলরের সংখ্যা ও ওয়ার্ডের সংখ্যা নির্ধারণ করতে নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশ দেয়া হয়।
এছাড়া আইনের কয়েকটি ধারার যথাযথ বিধান অনুসরণ করে নির্বাচন অনুষ্ঠানের নির্দেশ কেন দেয়া হবে না জানতে চেয়ে রুল জারি করা হয়। প্রধান নির্বাচন কমিশনার ও স্থানীয় সরকার সচিবসহ আটজনকে দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়। হাইকোর্টের এই আদেশের পরে নির্বাচন কমিশনসহ রিটের বিবাদীরা জবাব না দেয়ায় কয়েক দফায় নির্বাচনের ওপর দেয়া স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি করা হয়। সর্বশেষ গত ৮ জানুয়ারি হাইকোর্ট ডিসিসির নির্বাচনের ওপর দেয়া স্থগিতাদেশের মেয়াদ তিন মাসের জন্য বৃদ্ধি করেন। এরপর গত মার্চ মাসে রিট আবেদনটির নিষ্পত্তির উদ্যোগ গ্রহণ করে সরকার পক্ষ।