পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

ডিএসইর নির্বাচন ১২ ফেব্রুয়ারি

Posted on January 8, 2014 | in ব্যবসা-অর্থনীতি | by

imagesঢাকা: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পরিচালনা পর্ষদের নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ডিএসইর বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।  আরো জানা গেছে, ডিএসইর বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এমন সিদ্ধান্তও সভায় নেওয়া হয় বলে ডিএসই বোর্ড সূত্রে জানা গেছে।  ডিমিউচ্যুয়ালাইজেশনের নিয়মানুযায়ী, শেয়ারহোল্ডার পরিচালক ৪ জন, মনোনীত স্বতন্ত্র পরিচালক ৭ জন এবং একজন প্রধান নির্বাহী কর্মকর্তাসহ মোট ১২ সদস্যের নতুন পর্ষদ গঠন করবে উভয় স্টক এক্সচেঞ্জ- ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)।   এ ক্ষেত্রে আইনানুসারে দুই স্টক এক্সচেঞ্জে ১৩ সদস্যের পৃথক পর্ষদ গঠনের কথা থাকলেও স্ট্র্যাটেজিক ইনভেস্টর ডিরেক্টর (কৌশলগত বিনিয়োগকারী পরিচালক) ছাড়াই পর্ষদ গঠন করা হচ্ছে বলে জানায় দুই স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ। জানা যায়, মঙ্গলবার ডিএসইর বোর্ড সভায় ডিমিউচ্যুয়ালাইজেশন পরবর্তী নতুন পর্ষদের নির্বাচনসংক্রান্ত বিষয়ে আলোচনা হয়। সভায় সর্বসম্মতিতে ডিএসইর নতুন পর্ষদের নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্যে রেকর্ড ডেট আগামী ১৫ জানুয়ারি ও ডিএসইর এজিএম ১৩ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud