November 6, 2025
ঢাকা: মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত পুরাতন হাইকোর্ট ভবনে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিজিবি মোতায়েন করা হয়েছে।
পাশাপাশি আইন-শৃঙ্খলা বাহিনীর নিয়মিতভাবে দায়িত্ব পালন করা সদস্যদের সঙ্গে অতিরিক্ত পুলিশও মোতায়েন করা হয়েছে।
বিজিবি মোতায়েন বিষয়ে ট্রাইব্যুনালের রেজিস্টার নাসির উদ্দিন মাহমুদ সাংবাদিকদের সোমবার সকালে বলেন, “দেশের সার্বিক পরিস্থিতির কথা বিবেচনা করে ট্রাইব্যুনালের নিরাপত্তা বিষয়ে যে কমিটি রয়েছে, তারা এখানে বিজিবি মোতায়েন করেছেন। এরপর যতোদিন তারা এদের রাখতে চাইবেন, ততোদিন বিজিবি এখানে অবস্থান করবে।”
প্রসঙ্গত, রোববার রাত ১০টার দিকে ১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।
উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনাল ভেঙে ফেলার হুমকি দিয়ে আসছে জামায়াত-শিবির। এছাড়া শনিবার খালেদার জনসভা থেকেও এ ট্রাইব্যুনাল গুড়িয়ে দেওয়ার কথা উল্লেখ করেন জামায়াত-শিবিরের নেতারা।