পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

জেলগেটে আটকের পর ছাড়া পেলেন বিএনপির ৪৮ নেতাকর্মী

Posted on May 19, 2013 | in রাজনীতি | by

image_76745hello.thumbnail

গাজীপুর: গাজীপুরের কাশিমপুর কারাফটক থেকে বিএনপির ৫৩ নেতা-কর্মীকে আটকের পর গতকাল মধ্যরাতে ছাড়া পেয়েছেন ৪৮ জন।

গতকাল দুপুরে গাজীপুরের কাশিমপুরে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগার পার্ট-১ থেকে ৩৫ জন ও পার্ট-২ থেকে বিএনপির ১৮ জন নেতা-কর্মী জামিনে মুক্তি পান। বের হওয়ার পরপরই উভয় কারাগারের ফটক থেকে তাঁদের আটক করে পুলিশ। গতকাল রাত সাড়ে ১২টার দিকে আটক হওয়া ৫৩ জনের মধ্যে ৪৮ জনকে ছেড়ে দেয়া হয়েছে। তবে পাঁচজনকে কি কারণে আটক রাখা হয়েছে তা জানা যায়নি।
উল্লেখ্য, গত ১১ই মার্চ বিএনপির সমাবেশের দিন ভাঙচুর, বোমা বিস্ফোরণ ও অগ্নিসংযোগের অভিযোগে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়ে এই ৫৩ জনসহ মোট ১৫৬ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছিল পুলিশ।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud