November 6, 2025
ঢাকা: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মওলানা ভাসানী হলের এক ছাত্র অসুস্থ হয়ে হাসপাতালে মারা যাওয়ার ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা ক্যাম্পাসে ব্যাপক ভাঙচুর চালিয়েছেন। এ ঘটনায় তাঁরা ক্যাম্পাস-সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রেখেছেন।
মঙ্গলবার রাতে মওলানা ভাসানী হলের আবদুল মালেক নামের এক ছাত্র অসুস্থ হয়ে পড়েন। তাঁকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর কিছুক্ষণ পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। রাতেই এ খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ কিছু শিক্ষার্থী ক্যাম্পাসে ব্যাপক ভাঙচুর শুরু করেন। তাঁরা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে হামলা চালিয়ে ভাঙচুর করেন। পরে মেডিকেল সেন্টারের একটি কক্ষে আগুন ধরিয়ে দেওয়া হয়। বিক্ষুব্ধ ছাত্ররা দুই দফায় উপাচার্যের বাসভবনেও হামলা চালান। এ ছাড়া তাঁরা প্রশাসনিক ভবন, মওলানা ভাসানী হলের প্রাধ্যক্ষের বাসভবনে ব্যাপক ভাঙচুর চালান। এরপর তাঁরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রাখেন।
এ ব্যাপারে নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শিক্ষার্থী বলেন, বিক্ষুব্ধ শিক্ষার্থীর নামে এ ভাঙচুর চালাচ্ছেন ছাত্রশিবিরের নেতা-কর্মীরা।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সোহেল আহমেদ বলেন, ‘এ ধরনের ভয়ংকর কর্মকা- থেকে শিক্ষার্থীদের বিরত থাকতে হবে।’