পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

জামায়াতের বিচারে আইন সংশোধন বাজেট অধিবেশনে

Posted on April 12, 2015 | in জতীয় সংসদ | by

02_Anisul+Huq_Discussion_Criminal+Justice+Day_170714_0002নিউজ ডেস্ক: একাত্তরে মানবতাবিরোধী অপরাধের সঙ্গে সংগঠন হিসেবে জড়িত থাকার অভিযোগে জামায়াতে ইসলামীর বিচার করতে জাতীয় সংসদে এ-সংক্রান্ত আইনের সংশোধনী প্রস্তাব উত্থাপন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আসছে বাজেট অধিবেশনের শেষভাগে এ সংশোধনী প্রস্তাব উত্থাপন করা হবে বলে তিনি জানিয়েছেন। রোববার সকালে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ১২৬তম রিফ্রেশার্স কোর্সের উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা জানান আইনমন্ত্রী। জ্যেষ্ঠ সহকারী বিচারকরা এ কোর্সে অংশ নিচ্ছেন। শনিবার জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানের ফাঁসির রায় কার্যকর করার বিষয়ে আইনমন্ত্রী বলেন, বর্তমান সরকার মানবতাবিরোধী অপরাধের বিচারের ব্যাপারে কখনোই পিছপা হয়নি, হবেও না। এই বিচার সম্পূর্ণ স্বচ্ছ ও আন্তর্জাতিক মানের হচ্ছে বলে দাবি করেন তিনি। অপরাধ সংগঠনের প্রায় ৪৪ বছর পর এই বিচারকাজের পর বাংলাদেশে আইনের ভিত আরো শক্ত হবে বলেও আশা প্রকাশ করেন আনিসুল হক। সংগঠন হিসেবে জামায়াতের বিচারপ্রক্রিয়াও শুরু হবে বলে জানান তিনি।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud