November 6, 2025
সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগর আসনের সাবেক জামায়াত দলীয় সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম (৫৫) কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকেলে শ্যামনগর উপজেলার খানপুর গ্রাম থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।
গাজী নজরুল ইসলাম জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য।
সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার জয়দেব চৌধুরী জানান, সাতক্ষীরায় পুলিশের ওপর হামলা, নাশকতা সৃষ্টির মামলায় শ্যামনগর থানা পুলিশ গাজী নজরুল ইসলামকে গ্রেফতার করে।
সাতক্ষীরা থেকে বাড়ি ফেরার পথে খানপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে যুদ্ধাপরাধ মামলাসহ ছয়টি মামলা রয়েছে।
পুলিশ তাকে শ্যামনগর এলাকা থেকে গ্রেফতারের পর সন্ধ্যায় সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করে