November 6, 2025
ঢাকা: রাজধানীর উত্তরা ও মতিঝিল থেকে র্যাব ফেনী ও চাঁপাইনবাবগঞ্জের জামায়াতের জেলা আমিরসহ তিনজনকে আটক করেছে। শনিবার রাত পৌনে তিনটার দিকে তাদের আটক করে র্যাব। তাদের কাছ থেকে ২২টি হাতবোমা, তিন রাউন্ড গুলি ও জেহাদি বই উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, ফেনী জেলা জামায়াতের আমির আবু বক্কর (৪২), চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের আমির নজরুল ইসলাম (৫৩) এবং বায়তুলমাল নামে একটি ইসলামী সংগঠনের সেক্রেটারি আবদুল লতিফ (৫৮)।
তারা ১৮ দলীয় জোটের শনিবারের সমাবেশে যোগ দেওয়ার জন্য কয়েকদিন আগে থেকেই ঢাকায় অবস্থান করছিলেন বলে র্যাব জানায়।
র্যাব-১ এর এক কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে র্যাব-১ এর গোয়েন্দা ইউনিটের একটি দল রাজধানীর উত্তরার সেক্টর ৪-এর ৭ নম্বর রোড়ের ৬৫ নম্বর শাহজাহানের বাসা থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলা আমির ও ফুলকুড়ি ইসলামী একাডেমির অধ্যক্ষ নজরুল ইসলাম এবং বায়তুল মাল নামে একটি ইসলামী সংগঠনের সেক্রেটারি ও ক্যাপ্টেন জাহাঙ্গির কলেজের শিক্ষক আবদুল লতিফকে আটক করে।
চাপাইনবাবগঞ্জ জামায়াতের জেলা আমিরের বিরুদ্ধে ৬টি মামলা ও ওই শিক্ষকের বিরুদ্ধে আগে থেকেই ১টি মামলা রয়েছে। আটকের সময় তাদের কাছ থেকে ১২টি বোমা, ৩ রাউন্ড গুলি ও জেহাদি বই উদ্ধার করা হয়।
র্যাব-৩ জানায়, রাজধানীর ফকিরাপুলের এশিয়া হোটেল থেকে ফেনী জেলা জামায়াতের আমির আবু বক্করকে ১০টি হাত বোমা ও জেহাদি বইসহ আটক করা হয়েছে।
আটককৃতদের র্যাব হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।