November 6, 2025
অর্থনীতি ডেস্ক: শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেছেন, “সরকার জাতীয় মাননীতি বা ন্যাশনাল কোয়ালিটি পলিসি প্রণয়ন করার উদ্যোগ নিয়েছে। এ ব্যাপারে কোর কমিটি গঠন করা হয়েছে। কমিটি দেশে বিদেশে কাজ করছে।”
রোববার বিশ্ব অ্যাক্রিডিটেশন দিবস উপলক্ষে ডিসিসিআই মিলনায়তনে “অ্যাক্রিডিটেশন: বিশ্ব বাণিজ্য প্রসারে সহায়ক” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, “কোনো কোনো দেশ আন্তর্জাতিক স্বীকৃতি নেই এমন প্রচারণা চালিয়ে অন্য দেশের পণ্য প্রবেশে কৌশলে বাধা দিচ্ছে। আন্তর্জাতিক বাণিজ্যে অনেক প্রতিযোগিতা চলছে। বাংলাদেশকে এখন বিশ্বমানের সার্টিফিকেট প্রদান করেছে। ভারত ও নরওয়েসহ বিশ্বের বিভিন্ন দেশ ইতোমধ্যে স্বীকৃতি পেয়েছে।”
যৌথভাবে সেমিনারের আয়োজন করে বাংলাদেশ অ্যাক্রিডিটেশন বোর্ড (বিএবি) এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (ডিসিসিআই)। ডিসিসিআই’র সম্মেলন কক্ষে আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ অ্যাক্রিডিটেশন বোর্ডের মহাপরিচালক আবু আব্দুল্লাহ। ডিসিসিআই’র সভাপতি সবুর খান, শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. মঈনউদ্দিন আবদুল্লাহ, বিএনবি কর্মকর্তা, ডিসিসিআই’র নেতা ও বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সেমিনারে বক্তব্য রাখেন।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্যুরো ভেরিতাস (বাংলাদেশ) প্রা: লিমিটেডের গোলাম কিবরিয়া। বক্তারা আন্তর্জাতিক মান নিশ্চিত করে অ্যাক্রিডিটেশনের মাধ্যমে পরীক্ষাগারসমূহে বিভিন্ন পরীক্ষা পরিচালনা ও বিশ্বাসযোগ্যতা বাড়াতে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
সেই সঙ্গে বুয়েটের সমমানের পরীক্ষার ফলাফল প্রদান ও অ্যাক্রিডিটেশন ব্যবস্থাকে জনগণের সঙ্গে পরিচিত করার আহ্বান জানান। বক্তারা জানান, দেশীয় পরীক্ষাগারগুলো আন্তর্জাতিক মান অর্জন করেও বিদেশি ক্রেতা-ভোক্তাদের আস্থা অর্জন করতে পারেনি প্রচারণার কারণে। শুধুমাত্র বস্ত্র খাতে নমুনা পরীক্ষণ ফি হিসেবে প্রচুর অর্থ বিদেশে চলে যাচ্ছে। বিএসটিআইয়ের সক্ষমতা আরও বাড়াতে হবে। সরকারি উদ্যোগ এ ব্যাপারে যথেষ্ট নয়।
ডিসিসিআই সভাপতি সবুর খান বলেন, “সবাইকে সচেতন হয়ে বিশ্বমানসম্পন্ন উৎপাদন ব্যবস্থার দিকে সবাইকে অগ্রসর হতে হবে। বাংলাদেশে মান পরীক্ষাকারী ল্যাবরেটরি স্থাপন জরুরি। সরকারি ও বেসরকারি সেক্টরকে এ ব্যাপারে যৌথভাবে কাজ করতে হবে।