পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

জাতিসংঘকে খালেদার ধন্যবাদ

Posted on May 13, 2013 | in রাজনীতি | by

BNP-khaleda-UN-bg20130513043732

ঢাকা: বাংলাদেশের রাজনৈতিক সংকট নিরসনে জাতিসংঘ যে প্রচেষ্টা চালাচ্ছে তার প্রশংসা করে ধন্যবাদ জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বাংলাদেশ সফররত জাতিসংঘের রাজনীতি বিষয়ক সহকারী মহাসচিব ওসকার ফার্নান্দেজ তারানকো সোমবার দুপুরে খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গেলে তিনি এ ধন্যবাদ জানান। গুলশানে খালেদা জিয়ার বাসায় দুপুর পৌনে দু’টা থেকে সোয়া তিনটা পর্যন্ট টানা দেড় ঘণ্টাব্যাপী ওই বৈঠক শেষে অপেক্ষমান সাংবাদিকদের পাশ কাটিয়ে চলে যান তারানকো।

তবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিএনপির ভাইস-চেয়ারম্যান শমসের মোবিন চৌধুরী বলেন, “সংলাপ প্রসঙ্গে ম্যাডাম (খালেদা জিয়া) বলেছেন, কথাবার্তা চলছে, আরো চলবে। আশা করি এ থেকে গ্রহণযোগ্য সমাধান বেরিয়ে আসবে। আর এ কাজে জাতিসংঘ যে উদ্যোগ নিয়েছে সেজন্য ধন্যবাদ।”

খালেদা জিয়ার বরাত দিয়ে শমসের মোবিন আরো বলেন, সংলাপের যে উদ্যোগ নেওয়া হয়েছে তাতে সংকট নিরসন হবে বলে আশাবাদী বিএনপি চেয়ারপারসন। ভবিষ্যতে এই সংকটের সামাধান বের হয়ে আসবে বলেও মনে করছেন তিনি।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud