November 5, 2025
জয়পুরহাট: জেলা জামায়াতের সেক্রেটারী প্রভাষক নজরুল ইসলামের সন্ধানের দাবীতে জয়পুরহাটে সকাল সন্ধা হরতাল পালন করছে দলটি। সকাল থেকে জেলার সকল রুটে বাস-ট্রাকসহ দুর পাল্লার যান চলাচল বন্ধ আছে।
শহরের মধ্যে হালকা যানবাহন চলাচল করছে তবে অধিকাংশ দোকান-পাট বন্ধ। এইচএসসি ও সমমানের পরীক্ষা হরতালের আওতামুক্ত রাখা হয়েছে। শহরের কোথাও হরতাল সমর্থনকারীদের মিছিল বা পিকেটিং দেখা যায়নি বা কোন নাশকতার খবরও পাওয়া যায়নি। জয়পুরহাটের পুলিশ সুপার হামিদুল আলম জানিয়েছেন, হরতালে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ভাল রয়েছে। যে কোন ধরনের নাশকতা ঠেকাতে পুলিশ তৎপর।
জেলা জামায়াতের একটি সুত্র জানিয়েছে, নিখোঁজ জামায়াত নেতা নজরুল ইসলামকে দীর্ঘ একমাসেরও বেশী সময়ে সন্ধান দিতে পারেনি প্রশাসন। বার বার প্রশাসনের কাছে ধরনা দিয়েও তার কোন খোঁজ বা সন্ধান না দেওয়ায় জেলা জামায়াতে ইসলামী আজ এই হরতালের কর্মসুচি দিয়েছে। অবিলম্বে জামায়াত নেতার কোন সন্ধান না দিলে আগামীতে আরও বৃহত্তর কর্মসুচি দেয়ার হুমকি দেয় সংগঠনটি।