পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

জন কেরি-দীপু মনি বৈঠক ১৭ মে

Posted on May 11, 2013 | in প্রবাসী জীবন | by

Dipu-+-kerryনিউইয়র্ক: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সঙ্গে সাক্ষা‍ৎ করবেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।আগামী ১৭ মে শুক্রবার পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ওয়াশিংটনে জন কেরির সঙ্গে সাক্ষা‍ৎ করবেন।

এছাড়া ১৩ মে জাতিসংঘে “গ্লোবাল ট্রাফিকিং অব চিলড্রেন অ্যান্ড ওমেন” শীর্ষক এক সেমিনারেও বক্তব্য রাখবেন তিনি।
আগামী সোমবার পাঁচদিনের সফরে যুক্তরাষ্ট্র পৌঁছাবেন পররাষ্ট্রমন্ত্রী। নিউইয়র্র্কে একদিন কাটিয়ে ১৪ মে যাবেন ওয়াশিংটন। সফরের শেষ দিনে পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সঙ্গে তার সাক্ষাতের কর্মসূচি চূড়ান্ত করা হয়েছে বলে পররাষ্ট্র দফতরের সূত্রটি জানিয়েছে। তবে এর আগেও গুরুত্বপূর্ণ কয়েকটি বৈঠকে যোগ দেবেন তিনি। জন কেরি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এটাই হচ্ছে প্রথম বৈঠক।
দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে বাংলাদেশের বর্তমান উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা হবে বলে জানায় সূত্রটি।
জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. এ কে মোমেনের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেছেন, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ১৩ মে সকাল ১০টায় জাতিসংঘে “গ্লোবাল ট্রাফিকিং অব চিলড্রেন অ্যান্ড ওমেন” শীর্ষক এক সেমিনারে বক্তব্য রাখবেন। এরপর প্রথমে তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি এবং পরে জাতিসংঘের মহাসচিব বান কি মুনের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন। পররাষ্টমন্ত্রী এদিন সন্ধ্যায় নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশি কমিউনিটি সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন।
সোমবার রাতেই অথবা মঙ্গলবার সকালে পররাষ্টমন্ত্রী ওয়াশিংটনে পৌঁছাবেন। আগামী ১৭ মে তিনি নিউইয়র্কে একঘণ্টার যাত্রা বিরতি নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হবেন দীপু মনি।
ওয়াশিংটনে নিযুক্ত প্রেস মিনিস্টার স্বপন সাহা জন কেরির সঙ্গে দীপু মনির সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি ৫ দিনের সফরে ওয়াশিংটনে অবস্থানকালে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির অন্যান্য বৈঠক সম্পর্কে জানাতে পারেননি।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud