December 21, 2025
বেনাপোল(যশোর): দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় যশোরের শার্শা উপজেলা চেয়ারম্যান প্রার্থীসহ চার নেতাকে বহিষ্কার করেছে জেলা আওয়ামী লীগ। জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বহিষ্কৃতরা হলেন- শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী সিরাজুল হক মঞ্জু, সহ-সভাপতি সালেহ আহমেদ মিন্টু, সাধারণ সম্পাদক আলহাজ নুরুজ্জামান ও যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল।
যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি আলী রেজা রাজু বাংলানিউজকে জানান, দলের সিদ্ধান্ত অমান্য করে নিজ এলাকা শার্শায় সিরাজুল হক মঞ্জু নির্বাচনী প্রচারণা চালানো এবং অন্যরা তার পক্ষে কাজ করায় তাদের দল থেকে বহিস্কার করা হয়েছে। তিনি আরও জানান, তাদের বিভিন্নভাবে নিষেধ করার পরও তারা কর্ণপাত না করায় জেলা আওয়ামী লীগ এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান আব্দার, সাংগঠনিক সম্পাদক এসএম আফজাল হোসেন, দপ্তর সম্পাদক মীর জহুরুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক খয়রাত হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সেতারা খাতুন, শিক্ষা বিষয়ক সম্পাদক আসিফ-উদ-দৌলা সরদার অলোক, সদস্য আবুল হোসেন প্রমুখ।