পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

চুমুতে সারবে অ্যালার্জি

Posted on September 28, 2015 | in স্বাস্থ্য | by

স্বাস্থ‌্য ডেস্ক: এখন থেকে চুমুতে মিলবে অ্যালার্জি সমস্যার সমাধান। সহযোগীকে নিবিড় চুমুতে মিটে যাবে অ্যালার্জির সমস্যা। মজার এ তথ্য প্রকাশ করে ‘ইগ’ নোবেল পুরস্কার পেয়েছেন জাপান ও স্লোভাকিয়ার বিজ্ঞানীরা। ‘ইগ’ নোবেলে এ বছর বেরিয়ে এসেছে ১০টি মজার তথ্য।news_img

গত বৃহস্পতিবার রাতে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ‘ইগ’ নোবেলএর ২৫তম আসর অনুষ্ঠিত হয়। এতে বিজ্ঞানীরা ছাড়াও যোগ দেন অধ্যাপক, শিক্ষার্থী এবং প্রকৃত নোবেল বিজয়ীরাও। সেখানেই জাপান এবং স্লোভাকিয়ার বিজ্ঞানীরা চুমুর বিস্ময় ক্ষমতা তুলে ধরে ‘ইগ’ নোবেল মেডিসিন বিভাগে সেরা মনোনীত হন।

বিজ্ঞানীদের দাবি, ‘নিবিড় চুমু’ ত্বকের অনেক সমস্যার সমাধান ঘটায়। তবে চুমু কী উপায়ে ত্বকের সমস্যা দূর করে তার ব্যাখ্যা সম্মেলনে দেননি ওই দুই দেশের বিজ্ঞানীরা। তাদের গবেষণার ফল হাভার্ডের সায়েন্স জার্নালে শীঘ্রই প্রকাশ হবে।

এদিকে প্রশ্ন ওঠা স্বাভাবিক, ‘ইগ’ নোবেল আবার কী? এটি হলো অন্য ধরনের গবেষণাকে প্রণোদনা যোগাতে ‘নোবেল’ পুরস্কারের আদলে গড়া অন্য আরেক শাখা। হাস্যকর অনেক বিষয়ের আড়ালে লুকিয়ে থাকা ‘বৈজ্ঞানিক সত্য’ প্রতিবছর বিজ্ঞানীরা বিশ্বের সামনে তুলে ধরেন।

চলতি বছর গবেষণায় পাওয়া উল্লেখযোগ্য মজার তথ্যের মধ্যে রয়েছে- মুরগির পেছনের অংশে লাঠি লাগিয়ে বিজ্ঞানীরা দেখিয়েছেন কীভাবে ডাইনোসরেরা হাঁটাচলা করত। তারা দেখিয়েছেন, ‘হুহু’ শব্দটি পৃথিবীর সব ভাষাতেই রয়েছে। উত্তর আফ্রিকার এক রাজা ৩০ বছরে কীভাবে ৮৮৮ সন্তানের বাবা হয়েছেন তা অংক কষে বের করেছেন ‘ইগ’ নোবেল পাওয়া বিজ্ঞানীরা।

বছর খানেক আগে বিজ্ঞানীরা বরফের ওপর দিয়ে হাঁটার সহজ উপায় তুলে ধরে ‘ইগ’ নোবেল পুরস্কার পেয়েছিলেন। বরফে চলতে বিশেষ জুতোর বদলে সাধারণ জুতোর বাইরে মোজা পরে নিলে একই সুবিধা পাওয়া যায় জানিয়েছিলেন তারা।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud