November 5, 2025
বাঘ যে কারো বন্ধু হতে পারে না তা আরেকবার প্রমাণ হলো ইংল্যান্ডের উত্তরাঞ্চলের একটি বিখ্যাত চিড়িয়াখানায়। চিড়িয়াখানার দায়িত্বে নিয়োজিত ২৪ বছরের তরুণী সারাহ ম্যাকক্লে বাঘের আক্রমণে নিহত হয়েছেন।
সাউথ লেকস ওয়াইল্ড এনিমেল পার্কে বাঘের খাঁচায় ঢুকে কাজ করার সময় ওই তরুণীর ওপর আকস্মিক আক্রমণ চালায় বাঘটি। এতে মাথা ও ঘাড়ে গুরুতর আঘাতপ্রাপ্ত হন সারাহ।
তাকে দ্রুত রয়্যাল প্রেস্টন হাসপাতালে ভর্তি করা হলেও বাঁচানো সম্ভব হয়নি। চিড়িয়াখানাটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।