November 5, 2025
চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের আতাহার এলাকায় সড়ক দুর্ঘটনায় চারজন নিহত ও একজন আহত হয়েছেন।
সোমবার সকাল ৮টার দিকে ওই এলাকায় একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে তিনজন মোটরসাইকেল আরোহী এবং একজন ট্রাকের হেল্পার বলে জানা গেছে। তবে এদের নাম ঠিকানা জানা যায়নি।
সকাল সোয়া ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।