November 5, 2025
সাহেদ: রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল। দেশব্যাপী আঠারো দলীয় জোটের সকাল-সন্ধ্যা হরতালে রাজধানীতে বড় ধরনের কোন সহিংসতার খবর পাওয়া যায়নি। রাস্তায় যান চলাচল স্বাভাবিকের তুলনায় কম হলেও হরতালের প্রভাব পুরোপুরি লক্ষ্য করা যায়নি। ১৮ দলীয় জোট প্রধান বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কোন নেতা-কর্মী দেখা মেলেনি।
হরতালের সমর্থনে শহরের কয়েকটি স্থানে বিচ্ছিন্নভাবে বাস ভাঙচুর, অগ্নিসংযোগ করে পিকেটাররা। পুলিশ বাধা দিতে এলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে মহানগর ছাত্রদলের ২ যুগ্ম আহবায়কসহ বিএনপি ও ছাত্রদলের অন্তত ১০ নেতাকর্মী আহত হন। পরি¯ি’তি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ ও রাবার বুলেট ছোঁড়ে পুলিশ।
তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল, এক মাসের জন্য রাজধানীতে সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ, আটক নেতাকর্মীদের মুক্তি এবং ‘দুর্নীতিবাজ’ সরকারের পতনের দাবিতে এ হরতালের আহ্বান করে ১৮দল।
সারাদেশে সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত হরতাল চলবে ।রোববারের হরতালকে কেন্দ্র করে যে কেনো ধরণের নাশকতা এড়াতে শনিবার বিকেল থেকে রাজধানীর বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে।আর সকাল থেকেই নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্য্লায় ও আশপাশের এলাকায় কড়া পুলিশি প্রহরা বসানো হয়েছে। বিজয়নগর মোড়ে পুলিশকে সন্দেহভাজনদের তল্লালি করতে দেখা যায়।
অন্যান্য হরতালের মতা বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের রোববারের হরতালেও জনস্বার্থে বেশ কিছূ প্রতিষ্ঠান ও যানবাহন হরতালের আওতামুক্ত থাকবে।
যেসব প্রতিষ্ঠান ও যানবাহন হরতালের আওতামুক্ত থাকবে তা হলো- অ্যাম্বুলেন্স, সংবাদপত্র ও সাংবাদিকবাহী গাড়ি, ওষুধের দোকান, রেস্টুরেন্ট।
শনিবার বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
তবে ছাত্রদলের মিছিল থেকে গাড়ি ভাক্সচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
এর আগে গত ১৬ মে ১৮ দল হরতাল ডাকলেও ঘূর্ণিঝড় মহাসেন উপকূলে আঘাত করলে ওইদিনের হরতাল প্রত্যাহার করে বিরোধী জোট।
হরতাল শুরুর আগেই আজিমপুরে মিছিল করেছে জামায়াত। হজ্ব ক্যাম্পের সামনে বিমানবন্দর থানা ছাত্রদলের মিছিল থেকে কয়েকটি অটোরিকশা ভাঙচুর করা হয়েছে। উত্তর বাড্ডা ও বনশ্রীতে পুলিশের ধাওয়ায় বিএনপি ও শিবিরের মিছিল ছত্রভঙ্গ হওয়ার খবর পাওয়া গেছে।
হরতাল শুরু হওয়ার আগেই রাজধানীর আজিমপুরে মিছিল করেছে জামায়াত। রোববার ভোর সোয়া ৫টার দিকে তারা এই মিছিল করে। মিছিলে ১২ থেকে ১৫ জন নেতাকর্মী অংশ নেয়। মিছিলটি আজিমপুর কবরস্থান গেট থেকে বের হয়ে আজিমপুর বটতলা হয়ে ছাপড়া মসজিদের কাছে গিয়ে শেষ হয়।
এয়ারপোর্ট এলাকার হজ্ব ক্যাম্পের সামনে বিমানবন্দর থানা ছাত্রদল হরতালের সমর্থনে একটি মিছিল বের করে। এসময় তারা কয়েকটি অটোরিকশা ভাঙচুর করে। পরে পুলিশ তাদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।
এদিকে রাজধানীর মতিঝিল, পুরানা পল্টন, কমলাপুর, গুলিস্তান, মৎস্য ভবন এলাকা ঘুরে , এসব এলাকায় রাস্তায় কোনো পিকেটার দেখা যায়নি। যান চলাচল স্বাভাবিক রয়েছে। হরতালের সর্মথনে মালিবাগ , উত্তর বাড্ডা ও বনশ্রীতে ঝটিকা মিছিল করে ছাত্র শিবির।পুলিশ তাদের ধাওয়া দিলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়।
এছাড়া রাস্তায় আইনশৃক্সখলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিত লক্ষ্য করা গেছে।