November 6, 2025
চট্টগ্রাম: চট্টগ্রাম রেলস্টেশনে সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ট্রেনের পাঁচটি বগি পুড়ে গেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার ভোরে সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম রেলওয়ে সূত্র জানায়, ভোরে চট্টগ্রাম রেলস্টেশনে ঢাকার উদ্দেশ্যে যাত্রার অপেক্ষায় থাকা সুবর্ণ এক্সপ্রেসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে ট্রেনের পাঁচটি বগি পুড়ে গেছে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে জড়িত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকে ২ জনকে আটক করে জিআরপি পুলিশ। তারা হলেন এহসান (২৩) ও মিতু (২৫)। তবে আটককৃতরা বলেন, যাত্রী উঠিয়ে দিতে রেল স্টেশনে এসেছিলেন।
এ ছাড়া রেলওয়ের বিভাগীয় বাণিজ্য কর্মকর্তা রোকনুজ্জামানকে প্রধান করে চার সদস্যের একটি তদন্তদল গঠন করা হয়েছে বলে জানিয়েছেন রেলওয়ের বিভাগীয় বাণিজ্য কর্মকর্তা রোকনুজ্জামান।
তিনি জানান, অগ্নিসংযোগের ফলে সুবর্ণ এক্সপ্রেস ছাড়তে কিছুটা বিলম্ব হবে। ক্ষতিগ্রস্থ ট্রেন ঠিক করতে একমাস সময় লাগবে বলেও জানান তিনি।