পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

চট্টগ্রামে ফিরে যাচ্ছেন আল্লামা শফী

Posted on May 6, 2013 | in জাতীয় | by

 

লালবাগ থেকে: হেফাজতে  ইসলামের আমীর আল্লামা আহমদ শফী নিজের গাড়িতে করে চট্টগ্রামে ফিরে যাচ্ছেন। সোমবার ৩টা ১২ মিনিটে ঢাকা মেট্রো চ-১১৪৩৪২ লাল রংয়ের একটি গাড়িতে করে তিনি লালবাগ শাহী মসজিদ মাদরাসা থেকে বের হয়ে যান।এসময় পুলিশের একটি টিম তার গাড়ি অনুসরণ করছিল। তার সঙ্গে রয়েছেন- ছেলে আনাস মাদানি, ব্যক্তিগত সেক্রেটারি শফিউল ইসলাম এবং খাদেম তৌহিদ। এর আগে তিনি লালবাগে ইসলামী ঐক্য জোটের প্রয়াত চেয়ারম্যান মুফতি আমিনির কার্যালয়ে অবস্থান করছিলেন।

প্রথমে ধারণা করা হয়, তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে একটি বিশ্বস্ত সূত্র বলছে, গ্রেপ্তার নয় তাকে নিরাপদে চট্টগ্রাম পৌঁছে দেয়ার জন্য কৌশলে বের করে নেয়া হয়েছে। পরে পুলিশের লালবাগ জোনের ডিসি হারুণ সাংবাদিকদের জানিয়েছেন, আল্লামা শফীকে চট্টগ্রামে পাঠিয়ে দেয়া হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক হেফাজতের এক নেতা শফীকে চট্টগ্রাম নিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরো জানিয়েছেন, চট্টগ্রামে হাটহাজারি মাদরাসায় তাকে গৃহবন্দি করে রাখা হবে।

এদিকে আল্লামা শফীকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ায় লালবাগ শাহী মসজিদ মাদরাসায় হাজার হাজার শিক্ষার্থীর মাঝে কান্নার রোল পড়ে গেছে। তারা একে অপরকে জড়িয়ে অঝোরে কাঁদছেন এবং অনেকে মেঝেতে গড়াগড়ি যাচ্ছেন।

এর আগে দুপুরে রাজধানীর লালবাগ জামিয়া কুরানিয়া আরাবিয়া মাদরাসার চারপাশে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। এসময় হেফাজতের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন লালবাগ জোনের উপকমিশনার (ডিসি) হারুন অর রশিদ।

উল্লেখ্য, ইসলামী ঐক্য জোটের প্রয়াত চেয়ারম্যান মুফতি আমিনির কার্যালয়ে রোববার রাত থেকে আল্লামা শফী অবরুদ্ধ ছিলেন। একারণে ৯৫ বছর বয়সী হেফাজতের আমির চট্টগ্রাম বা হেফাজতের কোনো কর্মকাণ্ডে অংশ নিতে পারছিলেন না

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud