November 5, 2025
ব্রাহ্মণবাড়িয়া: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার শহরতলীর নাটাই গ্রামে দুদলের সংঘর্ষে অন্তত ৫০জন আহত হয়েছে।গুরুতর আহত ২৫ জনকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
গুরুতর আহত তসলিম মিয়া (২২) নামের একজনকে ঢাকায় প্রেরন করা হয়েছে।আহত সাহেদ মিযা (৪৫),মোরতাজ মিয়া (২৭),নাসিমা বেগম (১৮),মলাই মিয়া (৪০),হাকিম মিয়া (৪০),জোবায়ের মিযা (৩৫),শাহ আলম (৩৫),আশিক মিয়া (২৩),হাজেরা বেগম (৪৫),উজ্জল মিযা (৪৫),শিপন মিয়া (৩০),রুবেল মিয়া (৩০) আবু নাসের (৩৫),মিল্টন মিয়া (২৩),জাকির মিয়া (২৫),জসীম মিয়া (২৪),আলম মিয়া (২৫),আবুল হোসেন (২৫),জামাল মিয়া (২০) কে ব্রাহ্মণবাড়িযা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক ডা:শ্যামল চৌধুরী।সদর থানার ওসি মো:আবদুর রব জানান বটতলী বাজারে একটি শিশুকে চড় দেয়াকে কেন্দ্র করে নাটাই গ্রামের চান্দের গোষ্টি ও ছলিমের গোষ্টির কয়েকশ লোক দেশীয় অন্ত্র নিয়ে মুখোমুখী সংঘর্ষে লিপ্ত হয়।
খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিযে ১৫ রাউন্ড শর্টগানের গুলি ছোড়ে পরিস্থিতি নিয়ন্তনে আনে।সংঘর্ষ চলাকালে দুপক্ষের অন্তত ১০টি ঘরবাড়ি ভাংচুর ও লুটপাটের শিকার হয়।পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।পরবর্তী সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে দাঙ্গাপুলিশ মোতাযেন করা হযেছে।