পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

গ্রাফিকস উন্নত করতে ইনটেলের নতুন চিপ

Posted on May 4, 2013 | in তথ্যপ্রযুক্তি | by

chipপ্রসেসরের দক্ষতা ও গ্রাফিকস উন্নত করতে নতুন প্রযুক্তি ব্যবহার করছে ইনটেল। থ্রিডির চেয়েও উন্নত গ্রাফিকস-সুবিধা আনতে ইনটেলের পরবর্তী প্রজন্মের প্রসেসরের সঙ্গে যুক্ত হবে ‘আইরিশ’ নামের বিশেষ একটি চিপ।

এর ফলে আলাদা করে কম্পিউটারের গ্রাফিকস যুক্ত করার প্রয়োজন পড়বে না। সম্প্রতি একটি প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সিনেট।
ইনটেল জানিয়েছে, শিগগিরই পরবর্তী প্রজন্মের প্রসেসর হিসেবে ‘হ্যাসওয়েল’ সিরিজ উন্মুক্ত করা হবে। এই প্রসেসরের সঙ্গে আইরিশ চিপ যুক্ত হতে পারে।
আইরিশ চিপযুক্ত হ্যাসওয়েল প্রসেসরনির্ভর হালকা-পাতলা ল্যাপটপ বা আলট্রাবুকগুলোর গ্রাফিকসের মান উন্নত হবে এবং কম্পিউটারের ক্ষমতা বেড়ে যাবে।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud