November 6, 2025
গুলি করে আফগানিস্তানের পুলিশ প্রধানকে হত্যা করা হয়েছে। দেশটির সরকারি এক কর্মকর্তার বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানায়, কয়েকজন মোটর সাইকেল আরোহী আব্দুল গণি নামের ওই পুলিশ প্রধানকে গুলি করে পালিয়ে যায়। এসময় তিনি ফারাহ প্রদেশে তালেবান বিরোধী একটি র্যালির নেতৃত্ব দিচ্ছিলেন।
প্রদেশটির মুখপাত্র আব্দুল রহমান ঝাওয়ান্দি জানান, আব্দুল গণিকে গুলি করার পর দ্রুত তাকে হাসপাতলে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাকে বাঁচানো সম্ভব হয়নি।
গণি সম্প্রতি তালেবানের বিরুদ্ধে পুলিশের কয়েকটি অভিযান পরিচালনা করেন। ওই অভিযানে বেশ কয়েকজন তালেবান নিহত হয়। এছাড়া আটক করা হয় আরো কয়েকজনকে।
ঝাওয়ান্দি আরো জানান, এর পর থেকেই তালেবানদের হামলার লক্ষ্যে পরিণত হন তিনি। তাকে কয়েকবার হুমকিও দেওয়া হয়েছে।
প্রেসিডেন্ট হামিদ কারজাই সরকারকে দুর্বল করার জন্য প্রায়ই তালেবানদের হামলার লক্ষ্যেবস্তুতে পরিণত হন আফগান সরকারি কর্মকর্তা-কর্মচারিরা।