পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

গুরুত্বপূর্ণ তথ্য পুলিশের কাছে, অপারেশন চলে ৬ ঘণ্টা

Posted on March 10, 2014 | in সারা দেশ | by

sonali-vaults-1_17433_0

বগুড়া: বগুড়ায় সোনালি ব্যাংক লুটের ঘটনায় পুলিশ গুরুত্বপূর্ণ ক্লু খুঁজে পেয়েছে। আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ‘কিছু তথ্য’ উদঘাটন করার কথা স্বীকার করেছে পুলিশ। পুলিশ বলছে, তাদেরকে আরো জিজ্ঞাসাবাদ করলে আরো তথ্য উৎঘাটন করা যাবে। দের মধ্যে চার জন্য আনসার সদস্য রয়েছেন। এরআগে ব্যাংকটির শাখা ব্যবস্থাপক ও ক্যাশিয়ার সহ মোট ১৪ জনকে আটক করে ব্যাপক জিঞ্জাসাবাদ  করে পুলিশ। সোমবার সকালে তাদের মধ্যে ৮ জনকে ব্যাংকের টাকা চুরির মামলায় গ্রেপ্তার করা হয় । বাকিদের ছেড়ে দিয়েছে পুলিশ । মামলার ইন্সপেক্টর মোহাম্মদ জরিহরুল হক জানিয়েছেন, আটককৃত আনসার সদস্য পূর্ণদেব এবং মিলন হোসেন তদন্ত কর্মকর্তাদের কিছু তথ্য দিয়েছে। ‘ওই দুই আনার সদস্য গত বৃহস্পতিবার রাতে ব্যাংকের ভেতর থেকে শব্দ শুনতে পায়,’ তিনি বলেন, ‘তারা রাত নয়টা থেকে তিনটা পর্যন্ত এই শব্দ শোনে।’  ‘তদন্তের স্বার্থে এর থেকে বেশি কিছু’ বলতে অপারগতা প্রকাশ ওই পুলিশ কর্মকর্তা জানান, দুই আনসার সদস্য ব্যাংকের ভেতর থেকে শব্দ শুনতে পেয়েও কেন অন্য কাউকে জানায়নি, তার কারণ জানার চেষ্টা করা হচ্ছে।

গুরুত্বপূর্ণ তথ্য পুলিশের কাছে, অপারেশন চলে ৬ ঘণ্টা

এই মামলার অন্য এক তদন্ত কর্মকর্তা জানিয়েছেন, ব্যাংক লুটের সময় কমপক্ষে আট জনের একটি দল এতে অংশ নিয়েছিল। ভল্টের ভেতরে যে ঢুকেছিল তার বয়স ১৮ বছরের কাছাকাছি।’ গত শনিবার বিকালে সোনালী ব্যাংক আদমদীঘি শাখার ভল্ট ভেঙ্গে বিপুল পরিমাণ টাকা লুটের ঘটনা প্রকাশ পায়। দুর্বৃত্তরা পার্শ্ববর্তী একটি ফার্নিচারের দোকানের ভেতর থেকে সুড়ঙ্গ কেটে ব্যাংকের ভেতরে প্রবেশ করে গ্যাসের সাহায্যে ব্যাংকের ভল্ট কেটে ৩০ লাখ ৭৯ হাজার ৫০৩  টাকা লুট করে নিয়ে যায়। ।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud