পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

গুটিকয়েক মানুষকে ঋণ দেওয়ার সংস্কৃতি থেকে বের হওয়ার নির্দেশ গভর্নরের

Posted on July 31, 2017 | in ব্যবসা-অর্থনীতি | by

ডেস্ক রিপোর্ট : নির্দিষ্ট খাতের গুটি কয়েক মানুষকে ঋণ দেওয়ার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে সব বাণিজ্যিক ব্যাংককে নির্দেশ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। সোমবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে আয়োজিত ‘ফিন্যান্সিয়াল ইন্সট্যাবলিটি রিপোর্ট-২০১৬’ প্রকাশ অনুষ্ঠানে তিনি এ নির্দেশ দেন। অনুষ্ঠানে দেশের সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীরা উপস্থিত ছিলেন।

ফজলে কবির বলেন, ‘খেলাপি সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এজন্য বড় অঙ্কের ঋণ দেওয়া থেকে সরে এসে ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের ঋণ দিতে হবে। ঋণ দেওয়ার আগেই দেখতে হবে তারা ঋণ ফেরত দেওয়ার উপযোগী কিনা।’

এ জন্য গুণগত মানের ঋণ বিতরণের পরামর্শ দিয়ে গভর্নর বলেন, ‘ঋণ যাতে একক খাতে পুঞ্জিভূত না হয় সে বিষয়ে খেয়াল রাখতে হবে।’

রিপোর্ট প্রকাশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- বাংলাদেশ ব্যাংকের ডিপুটি গভর্নর এসকে সুর চৌধুরী। এ সময় আরও উপস্থিত ছিলেন- ডেপুটি গভর্নর আবু হেনা মোহাম্মদ রাজি হাসান, এসএম মনিরুজ্জামান, চেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাডভাইজার আল্লা মালিক কাজেমি, প্রধান অর্থনীতিবিদ ফয়সাল আহমেদ প্রমুখ।

সূত্র : বাংলাট্রিবিউন।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud