গয়েশ্বর মুক্ত
Posted on May 8, 2013 | in রাজনীতি | by ajkerkhabor.com

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার রাতে তিনি মুক্তি পাওয়ার পর ওই সময়ে নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকার নেতাকর্মীরা তাকে বরণ করতে ফুলের তোড়া নিয়ে এলেও তিনি তা গ্রহণ করেনি।
গয়েশ্বর রায় বলেন, ‘হেফাজতের ওপর পুলিশের হামলায় শত শত মানুষ যেখানে মারা গেছে তখন ফুল নিয়ে শুভেচ্ছা গ্রহণ শোভনীয় নয়। সরকার গণহত্যা শুরু করেছে। এ কারণেই ফুলের শুভেচ্ছা গ্রহণ না করে সরকার পতনের আন্দোলনে শপথ নিতে হবে ‘
গয়েশ্বর চন্দ্র রায়কে স্বাগত জানাতে জেল গেটে বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল, জেলা বিএনপি নেতা আনোয়ার হোসেন খান, জান্নাতুল ফেরদৌস, মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, কামাল হোসেন, দিপু চৌধুরী ছাড়াও গয়েশ্বরের ছেলে অমিতাভ রায় ও মেয়ে অপর্ণা রায় উপস্থিত ছিলেন।
মঙ্গলবার রাত আটটায় গয়েশ্বর কারাগার থেকে বের হন।
নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেলার ফোরকান হোসেন জানান, গয়েশ্বর চন্দ্র রায়কে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে নারায়ণগঞ্জ কারাগারে পাঠানো হয়েছিল। আদালতের জামিনের নথি আসার পর রাতে নারায়ণগঞ্জ কারাগার থেকে তিনি মুক্তি পান।