খোকা-পার্থর বাসায় তল্লাশি
Posted on May 9, 2013 | in রাজনীতি | by ajkerkhabor.com

ঢাকা: বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকা ও বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর বাসায় তল্লাশি চালিয়েছে পুলিশ।
বুধবার রাত সাড়ে ১০টার দিকে গোয়েন্দা পুলিশ ও মতিঝিল থানা পুলিশ খোকার গোপীবাগের বাসা ঘেরাও করে। পরে ভেতরে ঢুকে তল্লাশি শুরু করে।
বিষয়টি নিশ্চিত করেন বিএনপির সহ-দপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনি।
সূত্রে জানা যায়, খোকার বাসায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তল্লাশি চালালেও তাকে বাসায় পাওয়া যায়নি।
অন্যদিকে বুধবার রাত সোয়া ১১টার দিকে বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর বাসা ঘিরে ফেলে পুলিশ। পরে তল্লাশি চালায় তারা।