November 6, 2025
খুলনা: খুলনাসহ ১৮টি রুটে দ্বিতীয় দিনের মতো শনিবার অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট অব্যাহত রয়েছে। শুক্রবার ভোর থেকে এ ধর্মঘট পালন করছে পরিবহন মালিক ও শ্রমিক সংগঠন।
এছাড়া একই দাবিতে শনিবার ভোর থেকে খুলনার সকল রুটে অনির্দিষ্টকালের জন্য পরিবহণ ধর্মঘট পালন করছে বাস মালিক, শ্রমিক ঐক্য পরিষদ।
এতে সীমাহীন ভোগান্তিতে পড়েছেন খুলনা, মংলা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, মাদারীপুর, গোপালগঞ্জ, পিরোজপুর, বরিশালসহ এ অঞ্চলের হাজার হাজার যাত্রী।
সড়ক-মহাসড়কে অবৈধ নসিমন, করিমন, আলমসাধু ও শ্যালো ইঞ্জিন-নির্ভর যানবাহন বন্ধের দাবিতে এ ধর্মঘট পালন করছে সংগঠনগুলো।
শনিবার সকালে খুলনার রূপসা বাগেরহাট বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি নুরুল হক লিপন বাংলানিউজকে বলেন, মহাসড়কগুলোতে দীর্ঘ দিন ধরে অবৈধভাবে মহেন্দ্র, নছিমন, করিমন, ভটভটি, ভাড়ায় চালিত বিআরটিসি, ইজিবাইক চলাচল করছে।
অদক্ষ চালকরা অতিরিক্ত যাত্রী বোঝাই করে এ যানবাহন চালানোয় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে।
তাছাড়া এ সকল যানবাহনের কারণে বাসগুলোতে যাত্রী সংখ্যাও হ্রাস পেয়েছে। প্রশাসন এসব যানবাহন চলাচল বন্ধের আশ্বাস দিলেও তা বন্ধ হচ্ছে না। তাই বাধ্য হয়ে ধর্মঘট পালন করা হচ্ছে।
শনিবার সকালে খুলনা জেলা বাস-মিনিবাস কোচ মালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ স¤পাদক মো. আনোয়ার হোসেন জানান, ধর্মঘট সফল ভাবে পালনের জন্য ভোর ৫টা থেকে মালিক সমিতির নেতারা সড়কে অবস্থান নিয়েছেন।
যার কারণে খুলনার কেন্দ্রীয় বাস টার্মিনাল সোনাডাঙ্গা থেকে কোন বাস ছাড়ছে না, কিংবা গাড়ি ঢুকছে না।
তিনি মালিকদের দীর্ঘদিনের দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে মেনে নেয়ার আহ্বান জানান।
উল্লেখ্য, বৃহ¯পতিবার দুপুরে খুলনাসহ দক্ষিণাঞ্চলের চারটি বাস মালিক সমিতি ও চারটি শ্রমিক সংগঠনের নেতাদের বৈঠকে শুক্রবার থেকে প্রথমে এ অঞ্চলের ১৮টি রুটে ধর্মঘটের ডাক দেয়।
পরে একই দিনে খুলনার সোনাডাঙ্গা আন্তঃজেলা বাস টার্মিনালে বাস মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ একই দাবিতে শনিবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয়।