November 6, 2025
ঢাকা : আজ বিরোধী দলীয় নেত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সঙ্গে চার দেশের রাষ্ট্রদূত সাক্ষাৎ করবেন। রোববার সন্ধ্যায় চেয়ারপার্সনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।
বিএনপির প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছে। চার দেশের রাষ্ট্রদূতের মধ্যে রয়েছেÑ কানাডা, জাপান, জার্মান ও ইউরোপীয়ান ইউনিয়ন। বৈঠকে চলমান রাজনৈতিক অস্থিরতা নিরসন নিয়ে আলোচনা হতে পারে।
এর আগে, সংঘাতময় রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জাতিসংঘের রাজনীতি বিষয়ক সহকারী মহাসচিব অস্কার ফার্নান্ডেজ তারানকো বিরোধী নেতার সঙ্গে বৈঠক করেন।