পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

খালেদা জিয়ার সাথে চার দেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ আজ

Posted on May 19, 2013 | in রাজনীতি | by

46031

ঢাকা : আজ বিরোধী দলীয় নেত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সঙ্গে চার দেশের রাষ্ট্রদূত সাক্ষাৎ করবেন।  রোববার সন্ধ্যায় চেয়ারপার্সনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ সৌজন্য  সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।

বিএনপির প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছে। চার দেশের রাষ্ট্রদূতের মধ্যে রয়েছেÑ কানাডা, জাপান, জার্মান ও ইউরোপীয়ান ইউনিয়ন।   বৈঠকে চলমান রাজনৈতিক অস্থিরতা নিরসন নিয়ে আলোচনা হতে পারে।

এর আগে, সংঘাতময় রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জাতিসংঘের রাজনীতি বিষয়ক সহকারী মহাসচিব অস্কার ফার্নান্ডেজ তারানকো বিরোধী নেতার সঙ্গে বৈঠক করেন।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud