পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

খাটের অভাবে মওদুদের মেঝেতে ঘুমানোটা বছর সেরা কমেডি: সেতুমন্ত্রী

Posted on June 17, 2017 | in রাজনীতি, সারা দেশ | by

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘ঢাকা শহরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের তিনটি আলিশান বাড়ি রয়েছে। খাটের অভাবে তার মেঝেতে ঘুমানোটা বছরের সেরা কমেডি।’

শুক্রবার (১৬ জুন) বিকালে নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভা মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

এর আগে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, ‘বিশ্বের কোনও গণতান্ত্রিক দেশের সংবিধানে সহায়ক সরকারের কোনও বিধান নেই। নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে। নির্বাচন কমিশনই অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের কাজ করবে। সরকার শুধু রুটিন দায়িত্ব পালন করবে। বড় কোনও সিদ্ধান্তও নেবে না সরকার। সেনাবাহিনী কেবল নির্বাচন কমিশনের চাওয়া অনুযায়ী স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে।’

তিনি আরও বলেন, ‘বিএনপি যতই না না করুক। নির্বাচনে তারা অংশ নেবেই। আগামী নির্বাচনে তারা আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী হবে।’

মন্ত্রী বলেন, ‘জনগণকে সঙ্গে নিয়ে বিএনপির অন্দোলনে যাওয়ার মতো কোনও কারণ নেই। ২০১৯ সালের আগেই নির্বাচন হবে। তবে আগামী বছরের বিজয়ের মাস ডিসেম্বরে নির্বাচন হওয়ার সম্ভবনা রয়েছে। নির্বাচন কমিশনই নির্বাচনের তারিখ ঠিক করবে।’

তিনি বলেন, ‘দেশে আওয়ামী লীগই আওয়ামী লীগের বড় প্রতিপক্ষ। আওয়ামী লীগের চেয়ে বড় শক্তি আর  নেই। বর্তমান সরকারের আমলে দেশে অনেক উন্নয়ন হয়েছে। আগামী নির্বাচনে যদি অওয়ামী লীগ জয় লাভ করে, তবে বাংলাদেশে আর্থ-সামাজিক অবস্থাই পাল্টে যাবে।’

তিনি বলেন, ‘পাহাড় ধসের ঘটনায় সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মীরা নিরলসভাবে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে। ক্ষতিগ্রস্তদের সাহায্য অব্যাহত থাকবে।’

কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার, পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ, বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা, কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, জেলা ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud