পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

ক্ষতিগ্রস্ত হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর

Posted on May 6, 2013 | in জাতীয় | by

Hasinaঢাকা: হেফাজতে ইসলামের তান্ডবে রাজধানীর নয়াপল্টন ও বায়তুল মোকাররমের সামনে আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত হকারদের পুর্নবাসনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি হেফাজতের কর্মীদের কারা খাবার ও নাস্তা এবং অর্থ দিয়েছে তাদের সনাক্তের জন্যও আইনশৃংখলা বাহিনীকে বলা হয়েছে বলে মন্ত্রিপরিষদ সূত্রে জানা গেছে।

সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ নির্দেশ দেন। বৈঠক শেষে এক মন্ত্রী এ তথ্য জানান।
তিনি বলেন, সারাদেশে যাতে হেফাজত আর কোন কর্মসূচি পালন করতে না পারে সে ব্যাপারে আইনশৃংখলা বাহিনী ও সরকারদলীয় মন্ত্রী এবং এমপিদের সজাগ থাকার পরামর্শ দেয়া হয়েছে।
তিনি বলেন, হেফাজতের কর্মসূচিতে যারা যারা পুলিশের উপর আক্রমন চালিয়েছে তাদের ভিডিও ফুটেজ দেখে ব্যবস্থা নিতে ও বলা হয়েছে।
মন্ত্রী জানান, হেফাজতের শক্তিশালী এলাকাগুলোতে আইনশৃংখলা বাহিনীকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। বৈঠকে বলা হয়, যারা পবিত্র কোরআনে আগুন লাগিয়ে দেয় তারা মানুষ নয়।
এছাড়াও বৈঠকে সোমবারের আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশ এবং সাভারের ভবন ধসের বিষয় নিয়ে আলোচনা হয়।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud