পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

কোমর ব্যথায় কাজ করে না প্যারাসিটামল

Posted on April 3, 2015 | in জতীয় সংসদ | by

waist-pain(2)শাশ্বতী মাথিন: প্যারাসিটামল বা ব্যথানাশক ওষুধ কোমরের ব্যথা সারাতে কোনো কাজ করে না- এমনই এক তথ্য জানিয়েছেন গবেষকরা। এ ছাড়া আরথ্রাইটিসের সমস্যায় যাঁরা ভুগছেন, তাঁদের ক্ষেত্রেও ব্যথানাশক ওষুধ তেমন কোনো কাজ করে না। সম্প্রতি ব্রিটিশ মেডিক্যাল জার্নালে প্রকাশিত হয় গবেষণাটি। ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানে প্রকাশিত হয়েছে এ-সংক্রান্ত একটি প্রতিবেদন। জার্নালের প্রকাশিত খবরে বলা হয়েছে, কোমর ব্যথার (লো ব্যাক পেইন) চিকিৎসায় প্যারাসিটামলের কোনো ভূমিকা নেই। অস্টিওআরথ্রাইটিসের কারণে যারা পৃষ্ঠদেশ (হিপ) এবং হাঁটুর ব্যথায় আক্রান্ত, তাদের ক্ষেত্রেও ব্যথা উপশমে প্যারাসিটামল তেমন কার্যকর নয়।

গবেষণার ফলাফলে আরো বলা হয়েছে, বর্তমানে এক কোটি ব্রিটিশ কোমর ব্যথায় আক্রান্ত। এর ফলে তাদের কাজকর্ম বেশ ক্ষতিগ্রস্ত হয়। ন্যাশনাল ইনস্টিটিউট ফর হেলথ অ্যান্ড কেয়ার এক্সিলেন্ট জানিয়েছে, গত বছর অস্টিআরথ্রাইটিসের জন্য প্যারাসিটামল খাওয়ার বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হয়। এরপর বিষয়টি নিয়ে পর্যালোচনা শুরু করেন গবেষকরা। তাঁরা জানান, এখনো পর্যন্ত এসব ব্যথায় প্যারাসিটামলের কোনো কার্যকারিতা খুঁজে পাওয়া যায়নি। তাই যাঁরা এধরনের সমস্যায় ভুগছেন, তাঁদের ব্যথা নিয়ন্ত্রণে নিয়মিত ব্যায়াম করা উচিত; যদি ওজনের কারণে সমস্যা হয় তবে ওজন কমানো জরুরি।

গ্লোবাল হেলথ সিডনির ১৩টি আলাদা গবেষণায় দেখা গেছে, প্যারাসিটামল কোমর ব্যথায় একেবারেই অকার্যকর। উপরন্তু এটি লিভারের কার্যক্ষমতার ওপর বাজে প্রভাব ফেলে। গবেষণায় বলা হয়েছে, অস্টিওপোরোসিসের ক্ষেত্রে প্যারাসিটামল সামান্য কাজ করতে পারে, তবে এটি দীর্ঘস্থায়ী কোনো সমাধান না। প্রতিদিন যদি কেউ চার হাজার মিলিগ্রাম ওষুধ খায়, তাহলে এটি লিভার ফেইলিউরের কারণও হতে পারে।

এসব কারণে ব্যথায় প্যারাসিটামল খাওয়া নিয়ে আরো ভাবনার বিষয় রয়েছে বলে মনে করেন গবেষকরা। তাঁদের মতে, ব্যথানাশক ওষুধ খাওয়ার চেয়ে ব্যয়াম করা ঢের ভালো। গবেষকদের পরামর্শ, যাঁরা এসব ব্যথা দূর করতে ব্যথানাশক ওষুধ সেবন করেন, তাঁরা এটি এড়িয়ে চললে ভালো থাকবেন।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud