পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

কেসিসি নির্বাচনে সেনাবাহিনীর প্রয়োজন নেই: সিইসি

Posted on June 9, 2013 | in আইন-আদালত | by

104picbg20130609050015

খুলনা: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহমদ বলেছেন, খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।  তবে নির্বাচনি এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় সেনাবাহিনীর প্রয়োজন নেই বলে জানিয়েছেন সিইসি।

রোববার দুপুরে খুলনা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে মেয়র প্রার্থী ও কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  কেসিসি নির্বাচন-২০১৩ এর রিটার্নিং অফিসারের কার্যালয় এ মতবিনিময় সভার আয়োজন করে।

নির্ভয়ে খুলনা নগরবাসী এবার তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সিইসি।  সিইসি বলেন, “নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর।  এ ব্যাপারে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।  এ লক্ষ্যে তিনি নির্বাচনি আইন ও আচরণ বিধি মেনে চলার জন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীসহ নির্বাচনি কর্মকাণ্ডে জড়িতদের প্রতি উদাত্ত আহবান জানান।  এ ব্যাপারে তিনি মিডিয়া কর্মীদের সহযোগিতা কামনা করেন।”

তিনি জানান, “নির্বাচনি আইনানুযায়ী ভোট কেন্দ্রেই ভোট গণনা করা হবে এবং নিয়ন্ত্রণ কক্ষে ভোট যোগ করে ফলাফল ঘোষণা করা হবে।”

তিনি প্রার্থীদের নির্বাচন সংক্রান্ত বিভিন্ন অভিযোগের জবাবে বলেন, “আচরণ বিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তাও নিশ্চিত করা হবে।”

নির্বাচনে কালো টাকা বন্ধ প্রসঙ্গে তিনি বলেন, “এটি বন্ধ করা নির্বাচন কমিশনের একার পক্ষে সম্ভব নয়।  এ ব্যাপারে প্রার্থীসহ সচেতন মহলকে আরো সোচ্চার ভূমিকা পালন করতে হবে।  কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকলে আইন প্রয়োগকারী সংস্থার কাছে জানানোর জন্য তিনি অনুরোধ করেন।”

খুলনা জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব ড. মোহাম্মদ সাদিক, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. গাউস এবং কেএমপি কমিশনার মো. সফিকুর রহমান।

এছাড়া সভায় প্রতিদ্বন্দ্বী তিনজন মেয়রপ্রার্থী, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী, নির্বাচন সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, গণমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud